শকুনটিকে রাজশাহী বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগে হস্তান্তর করা হয়েছে

নাটোরের সিংড়ায় উদ্ধারকৃত নেপাল থেকে আসা হিমালয়ী গৃধিনী শকুনটি রাজশাহী বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগে হস্তান্তর করা হয়েছে।

রবিবার (২০ ডিসেম্বর) দুপুরে বিভাগীয় বন কর্মকর্তা জিল্লুর রহমান ও বন্যপ্রাণী পরিদর্শক জাহাঙ্গীর হোসেনের কাছে শকুনটি হস্তান্তর করা হয়। এসময় চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলামসহ অন্যান্য পরিবেশ কর্মীরা উপস্থিত ছিলেন।

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ রাজশাহীর বিভাগীয় বন র্কমর্কতা মো. জিল্লুর রহমান জানান, হিমালয়ী গৃধিনী প্রজাতির এই শকুনটি মূলত হিমালয় প্রদেশ ও নেপালে থাকে। সেখানে যখন তীব্র শীত পড়ে তখন এরা কম শীত প্রবণ এলাকাগুলোতে উড়ে আসে। দীর্ঘ সময় ধরে ওড়ার কারণে অসুস্থ হয়ে পড়ে যায় বিপন্ন প্রজাতির এ শকুনিটি।

তিনি আরও জানান, দিনাজপুরে শুকুন পরিচর্যা কেন্দ্র আছে। সেখানে শীত পর্যন্ত শুকুনটি পরিচর্যা করবেন। এরপর অবমুক্ত করে দেবেন।

তিনি আরও জানান, দেশী প্রজাতির চেয়ে এই প্রজাতিটির মধ্যে খুব বেশি ভিন্নতা নেই। এই প্রজাতিটি দেশীয় শুকুনের চেয়ে আকারে বড়। এছাড়া দেশীয় প্রজাতির শুকুনের মাথার উপর পশম থাকেনা। এই প্রজাতিটির পশম আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *