ইউরোপের ফুটবলে পরাশক্তি হিসেবে উপরের দিকে ছিল এসি মিলান। সেটা এখন অতীত। তবে সান সিরোর ক্লাবটির সাম্প্রতিক পারফরমেন্সে উঁকি দিচ্ছে সোনালী অতীত। ইউরোপের শীর্ষ পাঁচ লীগে একমাত্র অপরাজিত দল এসি মিলান। বুধবার রাতে দলটি খেলেছে বছরের শেষ ম্যাচ। রোমাঞ্চকর ম্যাচে ৩-২ গোলে লাজিওকে হারিয়েছে স্তেফানি পিওলির দল। ১৪ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে শীর্ষে এসি মিলান।
অভিজ্ঞ জ্লাতান ইব্রাহিমোভিচ নেই ইনজুরির কারণে। ৩৯ বছর বয়সী সুইডিশ স্ট্রাইকারকে ছাড়াই ছন্দ ধরে রেখেছে এসি মিলান।
দশম মিনিটে আন্তে রেবিচের হেডে এগিয়ে গিয়েছিল স্বাগতিকেরা। ৭ মিনিট পর পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন মিলানের অ্যাটাকিং মিডফিল্ডার হাকান চালহানলু। প্রথমার্ধের ২৭ মিনিটে রোমেরো অ্যালকোনকেল লাজিওর হয়ে এক গোল পরিশোধ করেন। দ্বিতীয়ার্ধের ৫৯ মিনিটে ভলিতে গোল করে দলটিকে সমতায় ফেরান চিরো ইম্মোবিলে। কিন্তু যোগ করা সময়ে থিও হার্নান্দেজের গোলে জয় তুলে নেয় মিলান।
গত মৌসুমের শেষ থেকে সোনালী সময় ফেরানোর লড়াইয়ে নামা এসি মিলান দেখিয়েছে দারুণ কৃতিত্ব। ইতালির প্রথম দল হিসেবে এক পঞ্জিকাবর্ষে টানা ১৬ লীগ ম্যাচে দুই বা তার বেশি গোল করেছে এসি মিলান। ইউরোপের শীর্ষ পাঁচ লীগে এক পঞ্জিকাবর্ষে টানা দুই বা তার বেশি গোল করার রেকর্ডটা বার্সেলোনার। ১৯৪৮ সালে টানা ১৮ ম্যাচে এমন কৃতিত্ব দেখায় স্প্যানিশ জায়ান্টরা।