বিকাল থেকে হাতিরঝিলে প্রবেশে নিষেধাজ্ঞা

এবার হাতিরঝিল কিংবা রাজধানীর কোনও উন্মুক্ত স্থানে থার্টিফার্স্ট উপলক্ষে অনুষ্ঠান হবে না। করোনা পরিস্থিতির কারণে জনসমাগম এড়াতে এমন নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। নির্দেশনা মোতাবেক আজ বিকাল ৫টা থেকে হাতিরঝিলে ঢোকার সব রাস্তা বন্ধ করে দেয়া হবে। হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ এ তথ্য নিশ্চিত করেন।

ওসি জানান, হাতিরঝিল প্রবেশের পাঁচটি রাস্তাই বন্ধ থাকবে। বিকাল কিংবা সন্ধ্যার পর হাতিরঝিল এলাকায় ঘুরতে না আসার জন্য বলা হয়েছে। এ ব্যাপারে, স্থানীয় বসবাসকারীদের সহায়তা কামনা করেন তিনি। কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে বৃহস্পতিবার বিকাল থেকে রাতভর হাতিরঝিলের বিভিন্ন পয়েন্টে থাকবে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি। হাতিরঝিলে প্রবেশের রাস্তাগুলো বন্ধ থাকবে ১ জানুয়ারি ভোর পর্যন্ত।

থার্টিফার্স্ট নাইটকে কেন্দ্র করে নিষেধাজ্ঞা রয়েছে সব ধরনের গণজমায়েতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *