দিয়ার বিয়ে আজ

আজ বিয়ের পিঁড়িতে বসছেন বলিউড অভিনেত্রী দিয়া মির্জা। পরিবার এবং ঘনিষ্ঠদের নিয়েই বৈভব রেখির সঙ্গে আনুষ্ঠানিক বিয়ে সারবেন তিনি। এমন খবর নিয়ে গত সপ্তাহ থেকে জল্পনা শুরু হয়। বিয়ে নিয়ে বেশি আড়ম্বর করবেন না। কার্যত চুপিসারেই বলিউড অভিনেত্রী দ্বিতীয়বার সাতপাকে বাঁধা পড়বেন বলে খবর পাওয়া যায়। যেমন কথা তেমনি কাজ। বিয়ের দিন সকালে নিজের মেহেদী রঙা হাতের ছবি শেয়ার করেন দিয়া। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলের স্টোরিতে মেহেদী রাঙা হাতের ছবি শেয়ার করেন বলিউড অভিনেত্রী।
দিয়ার মেহেদীর ছবি প্রকাশ্যে আসতেই অভিনেত্রীর বিয়ে নিয়ে ফের সরগরম হয়ে উঠতে শুরু করে পেজ থ্রির পাতা। বিয়ের আগের রাতে সেলিব্রিটি ম্যানেজার পূজা দাদলানি একটি ছবি শেয়ার করেন। যেখানে দিয়ার সঙ্গে দেখা যায় অভিনেত্রীর হবু বর বৈভব রেখিকে। ওই ছবিতে ‘ওয়েলকাম আওয়ার ক্রেজি ফ্যামিলি দিয়া মির্জা’ বলে ক্যাপশন জুড়ে দেন পূজা। প্রসঙ্গত শাহরুখ খান-সহ একাধিক তারকার ম্যানেজার হিসেবে বিভিন্ন সময় কাজ করতে দেখা যায় পূজা দাদলানিকে। মুম্বইয়ের পালি হিলের বাসিন্দা বৈভব রেখির সঙ্গে সম্প্রতি সম্পর্কে জড়ান দিয়া মির্জা। লকডাউনের সময় গত বছর থেকেই বৈভবের সঙ্গে ডেট করতে শুরু করেন প্রাক্তন মিস ইন্ডিয়া। যদিও বৈভবের সঙ্গে সম্পর্ককে বেশি লাইমলাইটে আসতে দেননি দিয়া। চুপচাপই ছিলেন অভিনেত্রী। প্রায় এক বছর ধরে ডেট করার পর এবার ব্যবসায়ী বৈভবের সঙ্গে দিয়া মির্জা সাতপাকে বাঁধা পড়তে চলেছেন। বিশেষ কোনও আড়ম্বর নয়, নিজেদের মতো করেই দিয়া এবং বৈভব একে অপরকে আপন করে নেবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *