নিজস্ব প্রতিনিধিঃ
কুষ্টিয়ায় খোকসার শিমুলিয়া ইউনিয়নের বিলজানির গ্রামে ১.৫ কিলোমিটার দূর থেকে আনা হচ্ছে খাবার পানি। বিলজানি গ্রামের সবাই পাইকাপাড়া গ্রামের মোঃ আফজাল মোল্লা পিতা মৃতঃ বদর উদ্দিন মোল্লা কে বলেন তার সাবমার্সিবল পাম্প থেকে পানি তুলে এলাকা বাসিকে বাঁচানোর জন্য। রমজানের রোজা রেখে ওযু ও ইফতার করার পানিও সেখান থেকে নিচ্ছে এলাকা বাসি। প্রায় দেড়মাস এভাবে আফজাল মোল্লা তার পাশের গ্রামে পানি দিচ্ছেন।
সাধারণ সম্পাদক মোঃ আক্তারুজ্জামান, স্বদেশ নিউজ ২৪.কম খোকসা কুষ্টিয়া।