এইটা বাংলাদেশের সব থেকে বড় গরু গাবতলী পশু হাটে বললেন বিক্রেতা মোঃ মামুনুল ইসলাম মামুন
তিনি বললেন, এই গরুটার নাম হচ্ছে সুলতান। সুলতান এর বয়স ৫(পাঁচ)বছর ৬(ছয়)মাস গরুটি ৬(ছয়)দাঁতের।
সুলতান আমার খামারের প্রস্তুতকৃত গরু। এর ওজন হচ্ছে ১৫০০(পনেরশত) কেজি।
বাংলাদেশ এ তৈরী এবং বাংলাদেশের সব থেকে বড় গরু এই স্লোগান এ কাজ করে যাচ্ছি বিগত সাড়ে ৫(পাঁচ) বছর ধরে।
আমি আপনাদের কাছে একটা মেসেজ পৌঁছে দিতে চাই যে আমরা,
আমাদের দেশের প্রতি ভালোবাসার জন্য হলেও দেশীয় পণ্য ক্রয়ের জন্য
ভালোবাসার যে মেন্টালিটি আমরা অতীতে দেখিয়েছিলাম,কুরবানীর ক্ষেত্রে যেন এই ব্যর্থতা না ঘটে।
আমরা দেশের মানুষের তৈরি দেশের গরু যেন কোরবানির জন্য সিলেক্ট করি।
তাতে কমপক্ষে কারো না হোক-কারো সেক্রিভাইস এ যারা থাকবে ।
কারো ভালোবাসা থাকবে, কারো নিবেদন থাকবে, যেটা আল্লাহ কোরবানিতে চেয়ে থাকে।
আর অনেকেই বলতে পারেন যে, বাংলাদেশের গরু গুলো সাইজে এত বড় হয় না।
তাই তারা বিদেশ থেকে গরু নিয়ে আসেন আমি তাদেরকে এইটুক ইনসিওর করতে পারি।
আমার এখানে যে গরু দুটো রয়েছে সুলতান এবং দুলাল
বাংলাদেশের যেকোনো গরু যে কোন খামারের যে কোন লেভেলের গরু যে রয়েছে তাদের সবার থেকে কোনো অংশে কম হবে না।
ইনশাল্লাহ তাদের থেকে এডভান্স হবে। তাদের কাছে আমার বিনীত অনুরোধ আমার টাই কিনতে হবে এমনটা না
আপনারা বাংলাদেশের মানুষের যেকারো গরু কোরবানি করবেন আর আমার গরু টাকে অবশ্যই মাথায় রেখে দেখতে পারেন।
আমি বিগত ৫(পাঁচ) বছর থেকে এই স্বপ্ন নিয়েই আজকে এই পর্যায়ে দাঁড়িয়ে রয়েছি।
যে আমার গরু হবে বাংলাদেশের সব থেকে বড় গরু।
এই গরু টার নাম হচ্ছে সুলতান এর কালার স্ট্রাকচার টোটালি ডিফারেন্ট। আই থিঙ্ক অনলি ওয়ান পিস
এর বাইরে এরকম গরু আমার চোখে কখনো পড়েনি, আপনাদের কারো থাকলে আমাকে জানাবেন অবশ্যই।
তো এক্ষেত্রে আমরা দাম আশা করছি ৩০(ত্রিশ ) লক্ষ টাকা,এর ওজন হচ্ছে ১৫০০(পনেরশত) কেজি
ক্রেতা এসে নির্ধারণ করবে এর দাম। এক একজন এক এক রকম দাম বলতাছে এখানে যে সর্বোচ্চ দাম দেবে এটা তারই।
বাংলাদেশের যে কয়েটা গরু এখন পর্যন্ত এই ঈদকে কেন্দ্র করে।
বাইরে থেকে আনা হয়েছে বা এ দেশে তৈরি হয়েছে,এদের সবচাইতে বড় গরু। কেউ কেউ চাইলে কম্পেয়ার করে দেখতে পারেন
অতীতে যে গরু গুলা কুরবানী হয়ে গেছে তার থেকেও কোনো অংশে কম আছে কিনা।
শুধু গাবতলী হাট না বাংলাদেশের সবচাইতে বড় গরু হচ্ছে সুলতান