শিগগিরই বিয়ে করবেন রণবীর-আলিয়া!

করোনার প্রভাব অনেকটাই কমেছে ভারতে। ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে সবকিছু। এ অবস্থায় বিয়ের খবর শোনা যাচ্ছে রণবীর-আলিয়ার। বলিউড অভিনেত্রী লারা দত্ত জানিয়েছেন, চলতি বছরেই বিয়ের আনুষ্ঠানিকতা সারবেন তারা। খবর আনন্দবাজার।

‘বেলবটন’ সিনেমায় ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ভূমিকায় অভিনয় করেছেন লারা দত্ত। তাকে নিয়ে শুরু হয়েছে চর্চা। ইন্দিরা গান্ধী রূপে নজর কেড়েছেন তিনি। এ চরিত্র নিয়ে এক সাক্ষাৎকারে কথা বলেন এ অভিনেত্রী। তারপরই তিনি দাবি করেন, এই বছরের শেষেই বিয়ে করবেন রণবীর-আলিয়া।

শিশুশিল্পী হিসেবে বলিউডে পা রেখেছিলেন আলিয়া ভাট। ১৯৯৯ সালে অভিনয় করেছিলেন ‘সংঘর্ষ’ সিনেমায়। ২০১২ সালের পর নিয়মিত সিনেমায় অভিনয় শুরু করেন মহেশ ভাটের এ কন্যা। করণ জোহরের পরিচালনায় ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ সিনেমায় অভিনয় করেছেন এ স্টার কিড। তারপর থেকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি আলিয়াকে।

এবার বলিউডের গণ্ডি পেরিয়ে হলিউডে পা রাখতে যাচ্ছেন এ অভিনেত্রী। এমন তথ্যই প্রকাশ করেছে একাধিক ভারতীয় সংবাদমাধ্যম। সম্প্রতি আলিয়া একটি আন্তর্জাতিক ট্যালেন্ট ম্যানেজমেন্ট এজেন্সির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন। তাদের হাত ধরেই হলিউডে পা রাখতে যাচ্ছেন তিনি। এমন খবর ছড়িয়ে পড়েছে বি-টাউনে।

যদিও এ বিষয়ে আনুষ্ঠানিক কিছু জানায়নি আলিয়া ভাট। তবে আলিয়া যে এজেন্সির সঙ্গে চুক্তি করেছেন তারা স্পোর্টস আর ফ্যাশন জগতে বিভিন্ন ইভেন্টের সঙ্গে যুক্ত বলেও জানা গেছে। অভিনেত্রী ফ্রিদা পিন্টোও এই এজেন্সির সঙ্গে চুক্তিবদ্ধ।

এর আগে প্রিয়াঙ্কা চোপড়া, দীপিকা পাড়ুকোন বেশ কয়েকটি কাজ করেছেন হলিউডে। বিয়ের পর মার্কিন মুলুকে স্থায়ী হয়েছেন প্রিয়াঙ্কা। একপ্রকার নিয়মিতই সেখানে কাজ করছেন তিনি। এবার বি-টাউন তাকিয়ে আছে আলিয়ার দিকে। আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় অভিনেত্রীর ভক্ত-শুভাকাঙ্ক্ষিরা।

নায়িকা হিসেবে আলিয়া ভাট সফলতার মুখ দেখেছেন অনেক আগেই। সব ধরনের সিনেমায় নিজের জাত চিনিয়েছেন এ অভিনেত্রী। হিন্দির সিনেমার পাশাপাশি দক্ষিণ ভারতের সিনেমাতেও অভিনয় করেছেন আলিয়া। নিজের প্রযোজনায় শুরু করেছেন ‘ডার্লিংস’ সিনেমার কাজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *