চলতি সময়ের মডেল ও অভিনেত্রী জান্নাতুল অনন্য অপ্সরা। অভিনয় ও মডেলিংয়ে কাটাচ্ছেন ব্যস্ত সময়। গত দুই ঈদে প্রচার হয়েছে অপ্সরা অভিনীত ১৪টি নাটক। অভিনয়ের প্রতি মনোযোগী এ তরুণী স্বল্প সময়েই ব্যস্ত হয়ে পড়েছেন নাটকে।
অপ্সরা বলেন, গেল ঈদে আটটি নাটকে অভিনয় করেছি। নাটকগুলো থেকে সাড়াও পেয়েছি। এর আগে রোজার ঈদে ছয়টি নাটকে অভিনয় করি। নাটকগুলো টেলিভিশন চ্যানেল ও ইউটিউবে প্রচার হয়েছে।
তিনি জানালেন, তিনি ওয়েব প্লাটফর্মেও কাজ করতে ইচ্ছুক। চরিত্রের প্রয়োজনে সাহসী হতেও তার আপত্তি নেই।
তিনি আরো বলেন, ওয়েব প্লাটফর্মের গল্প ও চরিত্র পছন্দ হলে কাজ করতে চাই। গল্পের প্রয়োজনে সাহসী দৃশ্যে অভিনয় করতে আমার কোনো সমস্যা নেই।
এদিকে অপ্সরা জানান, তিনি নিয়মিত বিজ্ঞাপনের কাজ করছেন। তার ভাষ্য, বিলবোর্ড, ফ্যাশন হাউজের মডেলিং, ওভিসি ও টিভিসির কাজ করছি। এখানেও দর্শকের ভালোবাসা পাচ্ছি। তবে আমার কাছে নাটকে কাজ করতে বেশি ভালো লাগে। একটি পরিবারের মতো কাজ করি। দিনের পর দিন পরিশ্রম করে যাই।
২০২০ সালে বিটিভিতে ‘কিডন্যাপ’ নাটকের মাধ্যমে অপ্সরার অভিনয় শুরু। এরপর তিনি অভিনয় করেন এশিয়ান টিভির ধারাবাহিক নাটক ‘মগের মুল্লুক’এ। নিজের ভবিষ্যত পরিকল্পনা প্রসঙ্গে এ তরুণী বলেন, ভবিষ্যতে নিজেকে অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠা করতে চাই। দর্শকের মনে ঠাঁই করে নিতে চাই। পেতে চাই পুরস্কার।
উল্লেখ্য, বছর তিনেক আগে বড় বোনের মৃত্যুর পর একা হয়ে পড়েন অপ্সরা। বাবা প্রথমে অভিনয়ে সায় না দিলেও মেয়ের অভিনীত নাটক দেখে এখন আর আপত্তি করেন না। উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী অপ্সরার মনোযোগ এখন অভিনয়েই।
ছবিঃজুনায়েদ আহমেদ।