সদ্যই ‘রক্ষাবন্ধন’ ছবির মুম্বাই পর্বের কাজ শেষ করলেন ভূমি পেডনেকার। এই মুহূর্তে দারুণ মেজাজে আছেন তিনি। হবেন নাই–বা কেন, আবার ভূমি তাঁর ‘লাকি হিরো’ অক্ষয় কুমারের সঙ্গে শুটিং করছেন। শুধু কি তা–ই, নিজের জন্য ‘লাকি’ প্রযোজক–পরিচালক আনন্দ এল রাইয়ের পরিচালনায় কাজ করছেন এই বলিউড নায়িকা। আর তাই দুই প্রিয় মানুষকে একই প্রকল্পে পেয়ে আহ্লাদে আটখানা ভূমি।
ভূমি এর আগে অক্ষয় কুমারের সঙ্গে ‘টয়লেট: এক প্রেম কথা’ ছবিতে কাজ করেছেন। ছবিটি বক্স অফিসে ঝড় তুলেছিল। বলা যায়, এই ছবি তাঁর জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল।
এদিকে আনন্দ এল রাই প্রযোজিত ছবি ‘শুভ মঙ্গল সাবধান’ ছবির নায়িকা ছিলেন ভূমি। এই ছবিও সুপারহিট হয়েছিল। এবার একই প্রকল্পে অক্ষয় আর আনন্দ এল রাইয়ের সঙ্গে আসতে পেরে যারপরনাই খুশি এই বলিউড তারকা। তাঁর কাছে ‘রক্ষাবন্ধন’ ছবিটি পুনর্মিলন উৎসবের মতো!
ভূমি বলেছেন, ‘“রক্ষাবন্ধন” ছবির মাধ্যমে আমার জীবনের সবচেয়ে দুজন বিশেষ মানুষের সঙ্গে পুনর্মিলনের সুযোগ পেলাম। আনন্দ রাই স্যারকে আমার গুরু মনে করি। তিনি ওই সময় আমার ওপর আস্থা রেখেছিলেন। তখন আমি সবে আমার ক্যারিয়ার শুরু করেছি। ‘শুভ মঙ্গল সাবধান’ ছবিতে তিনি আমাকে সুযোগ দিয়েছিলেন। আর এই কারণে আমি সব সময় তাঁর কাছে কৃতজ্ঞ।’