সান্ড কি আঁখ ছবিতে তাক লাগিয়ে দিয়েছিলেন বলিউড তারকা ভূমি পেড়নেকর ও তাপসী পান্নু। নিজেদের দ্বিগুণ বয়সী বৃদ্ধার চরিত্রে অভিনয় করে রীতিমতো হইচই ফেলে দিয়েছিলেন দুজন। এবারে প্রতিযোগিতার মুখে পড়তে হয়েছে দুজনকে। গান্ধীবাদী স্বাধীনতাসংগ্রামী ঊষা মেহতার চরিত্রে অভিনয়ের সুযোগ পাবেন কে?
বলিউডে গুঞ্জন শোনা যাচ্ছিল, ঊষা মেহতার জীবনীচিত্র বানাবেন করণ জোহর। চাচির জীবনীচিত্র পরিচালনা করবেন কেতন মেহতা। ভারতের স্বাধীনতায় ঊষার আত্মত্যাগ উঠে আসবে এই ছবিতে। কংগ্রেস রেডিও স্থাপনে তাঁর ভূমিকা ছিল অসীম। ১৯৯৮ সালে ঊষাকে পদ্মবিভূষণে সম্মানিত করা হয়।
ঊষা মেহতার মতো এক ব্যক্তিত্বের চরিত্রে কেতন খুঁজছিলেন দাপুটে কোনো অভিনেত্রীকে। তাঁর পছন্দের তালিকার শুরুতেই আছেন ভূমি ও তাপসী। ইতিমধ্যে দুই অভিনেত্রীর সঙ্গে কথাও বলেছেন পরিচালক। দুজনই ছবিটির ব্যাপারে ভীষণ আগ্রহী। তবে শেষ পর্যন্ত কার ভাগ্যের শিকে ছিঁড়বে, তা এক্ষুনি বোঝা যাচ্ছে না।
চলতি বছরের শেষ দিকে ছবির শুটিং শুরু হবে। চলছে প্রি-প্রোডাকশনের কাজ। নভেম্বরের মধ্যে চরিত্রাভিনেতা বাছাইপর্ব শেষ করবেন কেতন মেহতা।