ছবির দেয়াল ।। THE PHOTOGRAPHY WALL (TPW) গুরুপে সপ্তাহব্যাপী বিভিন্ন ফটোগ্রাফার তাদের তোলা ছরির প্রদর্শন করেন। সেগুলর মধ্যে থেকে বাছাই করা হয় বেস্ট ফটো আফ দি উইক।
গত সপ্তাহে প্রদর্শিত আলোকচিত্র মধ্যে জুনায়েদ আহমেদ এর তোলা “শুধুমাত্র একটি নিরাপদ বাস্থানের সন্ধানের” নামে একটি আলোকচিত্র জমা পরে। সেই আলোকচিত্রটি বেস্ট ফটো আফ দি ডে হয়।
সপ্তহ শেষে সেই আলোকচিত্রটি বেস্ট ফটো আফ দি উইক এর খাতায় নাম লেখায় ।