অন্তত এক ডোজ টিকা নেয়া সাপেক্ষে ৫ই সেপ্টেম্বর অনার্স শেষ বর্ষ ও মাস্টার্সের শিক্ষার্থীদের জন্য হলগুলো খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। বুধবার ভিসির সভাপতিত্বে অনুষ্ঠিত প্রভোস্ট কমিটির মিটিং-এ সিদ্ধান্ত নেয়া হয়। একই সঙ্গে এই দুই বর্ষের শিক্ষার্থীদের জন্য ২৬শে সেপ্টেম্বর থেকে খুলে দেয়া হচ্ছে লাইব্রেরী। এ বিষয়ে স্ট্যান্ডিং কমিটির সভাপতি এবং বিজয় একাত্তর হলের প্রভোস্ট আব্দুল বাসির বলেন, আমরা জরিপ করে দেখেছি, স্নাতক ও স্নাতকোত্তর এই দুই শিক্ষাবর্ষের ৭০ শতাংশেরও বেশি শিক্ষার্থী টিকার আওতায় চলে এসেছেন। সেটি বিবেচনায় নিয়ে এই দুইবর্ষের শিক্ষার্থীদের জন্য আগামী ২৬শে সেপ্টেম্বর লাইব্রেরী ও ৫ই অক্টোবর হল খুলে দেয়ার সুপারিশ করেছে প্রভোস্ট কমিটি। হলে উঠার সময় সবাইকে টিকার সনদ দেখাতে হবে বলে তিনি জানান। একাডেমিক কার্যক্রম কবে চালু হবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে আপাতত কোনো সিদ্ধান্ত হয়নি। সব শিক্ষার্থী টিকার আওতায় এলেই এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।