নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের জন্মদিন উপলক্ষে নতুন গান বাঁধলেন তার সহধর্মিণী ও অভিনেত্রী-গায়িকা মেহের আফরোজ শাওন।
হুমায়ূন আহমেদের প্রিয় গান ‘যদি মন কাঁদে’ গেয়ে সবার হৃদয়ে দাগ কাটেন শাওন।
এবার এই গানটিরই কিস্তি ‘যদি মন কাঁদে- দ্বিতীয় অধ্যায়’ নিয়ে এলেন তিনি। গানটির ভিডিও ধারণ করা হয়েছে হুমায়ূন বিজড়িত নুহাশপল্লীতে।
শুক্রবার (১২ নভেম্বর) ‘যদি মন কাঁদে- দ্বিতীয় অধ্যায়’ প্রকাশ পেয়েছে লেজার ভিশনের ইউটিউব চ্যানেলে।
এবারের ‘যদি মন কাঁদে’র কথা লিখেছেন মোহাম্মদ ফজল। আর আগের গানটার মতো এটিরও সুর করেছেন সংগীতশিল্পী এস আই টুটুল।
১৯৪৮ সালের ১৩ নভেম্বর নেত্রকোনার কেন্দুয়ায় হুমায়ূন আহমেদে জন্মগ্রহণ করেন। সবাইকে কাঁদিয়ে ২০১২ সালের ১৯ জুলাই কথার যাদুকর পৃথিবী থেকে বিদায় নেন। মরণব্যাধি ক্যানসারের চিকিৎসায় যুক্তরাষ্ট্রে যাওয়ার পর সেখানেই তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মাত্র ৬৪ বছর বয়সেই তিনি চলে যান না ফেরার দেশে।
এরপর ২৪ জুলাই নুহাশপল্লীর লিচুতলায় চিরনিদ্রায় শায়িত করা হয় হুমায়ূন আহমেদকে।