টি-টোয়েন্টি বিশ্বকাপে হারের পর ভারতীয় নেটিজেনরা কাঠগড়ায় তুলেছিলেন মোহাম্মদ শামিকে। তার জাত-ধর্ম নিয়ে অশালীন মন্তব্য করেন অনেকেই। এমনকি ভারতীয় দল থেকে ছাঁটাই করে পাকিস্তানে পাঠিয়ে দেওয়ারও দাবি উঠে।
মাত্র তিন মাস না যেতেই সেই শামির প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা। তার বোলিং তোপেই সেঞ্চুরিয়ান টেস্টে লিড পেয়েছে ভারত। একই দিনে দারুণ দুটি মাইলফলক স্পর্শ করেছেন এই তারকা পেসার।
প্রথম ইনিংসে ৩২৭ রান করেই ১৩০ রানের লিড পেয়েছে ভারত; যার মূল কৃতিত্বই শামির। প্রোটিয়াদের গুঁড়িয়ে দিতে শামি ৫ উইকেট নেন। এই পাঁচ উইকেট তুলে নেওয়ার পথে টেস্ট ক্যারিয়ারের ২০০তম উইকেট শিকার করেন শামি।
তিন বছর আগে এই সেঞ্চুরিয়ানেই কেশভ মহারাজকে উইকেটরক্ষকের ক্যাচে পরিণত করে নিজের শততম উইকেটটি পেয়েছিলেন। একই প্রতিপক্ষের বিপক্ষে একই মাঠে ক্যারিয়ারের ১০০ ও ২০০তম টেস্ট উইকেট নেওয়ার বিশ্ব রেকর্ড গড়লেন শামি। শুধু তাই নয়, ভারতের ১১তম বোলার হিসেবে টেস্টে ২০০ উইকেট নেওয়ার কৃতিত্ব গড়লেন তিনি।
ক্যারিয়ারের ৫৫তম টেস্টে ২০০ উইকেট নিলেন শামি। কপিল দেব ৫০তম টেস্টে এবং শ্রীনাথ ৫৪তম টেস্টে একই কীর্তি গড়েন।