এফডিসিতে কারা এরা, প্রশ্ন জায়েদ খানের

শিল্পী সমিতির নির্বাচন ঘিরে সরব এফডিসি। তবে নির্বাচনের প্রচারণায় তৃতীয় পক্ষের মহড়া নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন জায়েদ খান। রোববার বিকালে এফডিসিতে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ করবেন বলে জানান তিনি।

এক প্রশ্নের জবাবে জায়েদ খান বলেন, এফডিসি আমাদের জায়গা। এত বহিরাগত এরা কারা? আমাদের সিনিয়র শিল্পীরা তাদের জন্য আসতে পারছেন না। নির্বাচনে সিনিয়রদের পাশে না পাওয়া আমাদের জন্য খুবই দুঃখজনক। আমি টেলিফোনে থানায় জানিয়েছি। আজ লিখিত অভিযোগ করবো। এ সময় তিনি বলেন, বহিরাগতরা যদি এভাবে ভিড় করে তাহলে শিল্পীরা চলাফেরা করবে কীভাব? ভোট চাইবে কীভাবে? এই নিরাপত্তা আগে দরকার। তৃতীয় পক্ষ আমি একারণেই বলছি যে, আমাদের সুন্দর পরিবেশ নষ্ট করতে যে কেউ অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাতে পারে। এফডিসির একটাই প্রবেশপথ জানিয়ে জরুরি ভিত্তিতে দেখেশুনে মানুষ প্রবেশের ব্যবস্থা করার দাবি জানান তিনি। ভিডিও লিংক- https://youtu.be/oM3MprNbS70

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *