দুই বাংলার জনপ্রিয় সংগীতশিল্পী ও সুরকার বাপ্পি লাহিড়ী মারা গেছেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন টালিউডের অভিনেতা প্রসনেজিৎ।
ভারতীয় সংবাদমাধ্যম এই সময়ের এক প্রতিবেদন অনুযায়ী প্রসেনজিৎ বলেছেন, সকালে ঘুম থেকে উঠে আজ স্তম্ভিত হয়ে গেলাম। এত খারাপ খবর দিয়ে যে দিনটা শুরু হবে, ভাবতে পারছি না। সত্যিই বলার ভাষা পাচ্ছি না। বাপ্পি দা চলে যাবে, সত্যিই ভাবতে পারছি না। বিশ্বাস করতে পারছি না। বাপ্পি দা শুধু একজন সংগীতশিল্পী-সুরকার নয়, একজন বড়মাপের মানুষ ছিলেন। খুব কেয়ারিং করত আমায়। যখনই মুম্বাই যেতাম, খুব যত্ন করত। সেই মানুষটা এত তাড়াতাড়ি চলে যাবে সত্যিই বিশ্বাস করতে পারছি না।
তিনি আরও বলেন, পেশাদার সম্পর্কের বাইরেও বাপ্পি দা আমার পরিবারের একজন ছিল। মানুষ হিসেবে আমার আত্মীয় ছিল। আমায় খুব কেয়ার করত। ওর স্বভাব খুবই কেয়ারিং। ওর পরিবারের সবাইকে আমার সমবেদনা। এই শূন্যতা পূরণ হওয়ার নয়। বাপ্পি দার প্রয়াণ আমার কাছে আত্মীয় বিয়োগের মতোই। ওর থেকে যে ভালোবাসা, স্নেহ পেয়েছি, তা ভোলার নয়। খুব ভালো মনের মানুষ ছিল বাপ্পি দা। ওর ওই প্রাণোচ্ছ্বল হাসিও চিরকাল মনে থাকবে।
প্রসেনজিৎ বলেন, বাপ্পি দা যা সৃষ্টি করেছে, যা দিয়েছে, তা এককথায় বলতে গেলে একটা ভাণ্ডার। ফিল্মের ইতিহাসে, সংগীতের ইতিহাসে বাপ্পি দার অসামান্য অবদান। দেশের মাটিতে ওর জনপ্রিয়তা শিখরে পৌঁছেছে। বিদেশেও ওর যে পরিমাণ গ্রহণযোগ্যতা রয়েছে, তা ভাবা যায় না। বাপ্পি দা আন্তর্জাতিক মানের কাজ করেছে। ভারতীয় কমার্শিয়াল সিনেমায় ওর কাজ আন্তর্জাতিক মানের। তাই দেশের সীমা ছাড়িয়েও বিদেশের মাটিতেও জনপ্রিয়তা অর্জন করেছিল বাপ্পি দা। সত্যিই বড্ড আগে চলে গেলে বাপ্পি দা। বিশ্বাসই করতে পারছি না, চাইও না। বাপ্পি দা যেখানেই থাকবে, ভালো থাকবে। একটাই কথা বলতে হয়, চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে তুমি আমারই। ভালো থেকো বাপ্পি দা।
প্রসেনজিৎ-বাপ্পি লাহিড়ী জুটি অদ্ভুতভাবে কাজ করেছে। সেই ‘অমরসঙ্গী’ থেকে শুরু করে ‘উলটে দেব পালটে দেব’… একের পর এক হিট দিয়েছে। আমি হিন্দিতেও যে কটি ছবি করেছিলাম, সবকটি বাপ্পি দার মিউজিক ছিল। বাংলাতেও বহু হিট ছিল। আজও বাপ্পি দার গান একই রকম ভাবে জনপ্রিয়। বাপ্পি দার গান কখনও ভোলার নয়। অমর হয়ে থেকে যাবে ওর সৃষ্টি। আজও ‘চিরদিনই তুমি যে আমার’ একই রকমভাবে জনপ্রিয়। বাপ্পি দার সুরের মূর্ছনায় মোহিত হয়ে থাকবে আপামর সংগীতপ্রেমী মানুষ।