ইউনিসের তাণ্ডবের মধ্যে হির্থোতে নামাল বিমান!

ঘূর্ণিঝড় ইউনিসের দাপটে বিধ্বস্ত ব্রিটেনসহ গোটা ইউরোপ। বাতিল করা হয়েছে কয়েকশো ফ্লাইট।

এ পরিস্থতিতে দু’টি বিমান লন্ডনের হির্থো বিমানবন্দরে নিরাপদে অবতরণ করেছে। খবর আনন্দবাজার পত্রিকার।

এয়ার ইন্ডিয়ার দুই পাইলট শুক্রবার বিকালে দক্ষতার সঙ্গে দু’টি বোয়িং ড্রিমলাইনার বিমানকে অবতরণ করিয়েছেন। তারা হলেন- ক্যাপ্টেন অঞ্চিত ভরদ্বাজ এবং আদিত্য রাও।

ব্রিটেনসহ ইউরোপের বিভিন্ন দেশে ঘূর্ণিঝড় ইউনিসের দাপটে একের পর এক বাড়ির ছাদ উড়ে গিয়েছে। ভেঙেছে গাড়ি, উপড়ে গিয়েছে গাছ। বিধ্বস্ত পরিবহণ ব্যবস্থাও।

এ অবস্থায় যেভাবে দক্ষতার সঙ্গে বিমান দু’টি নিরাপদে অবতরণ করিয়েছেন এয়ার ইন্ডিয়ার দুই বিমানচালক, তাকে ‘অবভাবনীয়’ বলে মন্তব্য করেছে বিমান সংস্থাটি।

সংস্থার এক কর্মকর্তার বলেন, যখন অন্য বিমান সংস্থা পারেনি, তখন আমাদের পাইলটরা দক্ষতার সঙ্গে বিমান অবতরণ করিয়েছেন। তাও একবারে সরাসরি।

খারাপ পরিস্থিতির জন্য যখন অন্য বিমানকে ‘গো অ্যারাউন্ড’ (পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিমানবন্দরের উপরে চক্কর খাওয়া) করতে বলা হচ্ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *