আজকের রাশিফল: জেনে নিন কেমন কাটবে দিন

পুরনো জ্যোতিষশাস্ত্র এমন একটি ধরন, যার মাধ্যমে বিভিন্ন সময়কাল নিয়ে ভবিষ্যদ্বাণী করা হয়। যেমন দৈনিক রাশিফল প্রতিদিনের ঘটনার ভবিষ্যকথন করে, তেমন সাপ্তাহিক, মাসিক তথা বার্ষিক রাশিফল যথাক্রমে সপ্তাহ, মাস এবং বছরের ভবিষ্যদ্বাণী করে। বৈদিক জ্যোতিষে ১২টি রাশি- মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন-এর ভবিষ্যদ্বাণী করা হয়। একই রকমভাবে ২৩টি নক্ষত্রেরও ভবিষ্যদ্বাণী করা হয়।

ধনু 

কোনো উদ্যোগ নিজের ও অন্যের কল্যাণ বয়ে আনবে। কর্মস্থলে জটিলতা দূর হবে। সামাজিক পরিমণ্ডলে গুরুত্ব বাড়বে। নতুন অভিজ্ঞতা কাজে লাগতে পারে। স্বাস্থ্যের প্রতি নজর দিন।

মকর 

উদ্বেগের মধ্যে কোনো সুযোগ পেতে পারেন। পেশাগত যোগাযোগ ফলপ্রসূ হবে। নতুন কোনো বিষয় আলোচনায় আসবে। সামাজিক কাজে অংশীদার হতে পারেন। বিতর্ক এড়িয়ে চলুন।

কুম্ভ 

কোনো সুসংবাদ পেতে পারেন। আটকে থাকা কাজের অগ্রগতি। মানসিক চাপ কিছুটা কমবে। বুদ্ধিবলে লাভজনক পরিবর্তন আনতে পারবেন। বাড়তি উপার্জনের জন্য উদ্ভাবনী চিন্তার ব্যবহার করুন।

মীন 

আজ ভালো কোনো সুযোগ আসতে পারে। নতুন যোগাযোগের পক্ষে অনুকূল দিন। ব্যবসায় ভালো সুযোগ আসবে। কর্মস্থলে প্রত্যাশা পূরণের সম্ভাবনা। কাজের ধারাবাহিকতা বজায় রাখুন।

মেষ 

কর্মক্ষেত্রে প্রসার লাভ ও সামান্য আর্থিক দুশ্চিন্তামুক্ত হবেন। পরিকল্পনা বাস্তবায়নে এর ইচ্ছাশক্তির পরিচয় দিতে পারবেন। লক্ষ্য স্থির থাকলে সুফল পাবেন। শরীরের যত্ন নেবেন। সুস্থ থাকবেন।

বৃষ 

কোনো কাজে অন্যের প্রশংসা পাবেন। মানসিক শক্তি বাড়বে। পুরনো সমস্যার কিছুটা সমাধান হবে। ব্যবসায় ভালো সুযোগ আসতে পারে। কোনো রোগ থেকে সাবধানে থাকুন। ভালো থাকুন।

মিথুন 

যৌথ উদ্যোগে কোনো কাজের অগ্রগতি হতে পারে। কাজে মন বসবে না। ব্যবসায় পুরনো জট খুলবে। আর্থিক যোগাযোগ বাড়বে। শুভাকাঙ্ক্ষীর অনুপ্রেরণায় মানসিক বল পাবেন। মন নিয়ন্ত্রণে রাখুন।

কর্কট 

মানসিক চাপ সত্ত্বেও দিন আনন্দে কাটবে। পাওনা আদায়ে অগ্রগতি। ব্যবসায় কিছু পরিবর্তন আসবে। শিক্ষার্থীদের একাগ্রতার অভাব। পরিবেশ নিয়ন্ত্রণে থাকবে। ইতিবাচক মনোভাবে সুফল পাবেন।

 

সিংহ

কোনো সংবাদে আশাবাদী হবেন। সমস্যা সমাধানের পথ পাবেন। কোনো কাজে অন্যের ওপর প্রভাব বিস্তারে লাভবান হবেন। পরিচিতজনের সমস্যায় সাহায্য করতে হবে। অস্থির চিন্তায় কাজ নষ্ট করবেন না।

 

কন্যা 
প্রতিকূল অবস্থার মধ্যেও ভালো কিছু হবে। পরিকল্পনা বাস্তবায়নে অধীনরা কাজে লাগবে। ব্যবসায়ীরা সুযোগ কাজে লাগাতে পারেন। ঝুঁকিপূর্ণ কাজ থেকে বিরত রাখুন। জনসমাগম এড়িয়ে চলুন।

 

তুলা  
সামাজিক যোগাযোগ শুভ। বিচ্ছিন্ন ঘটনায় বিব্রত হতে পারেন। প্রিয়জনের জন্য দুশ্চিন্তা হবে। ব্যাবসায়িক কাজে অগ্রগতি। গুরুদায়িত্ব গ্রহণে অনীহা আসবে। মন ভালো রাখুন। সুস্থ থাকুন।

 

বৃশ্চিক 
পুরনো সমস্যা সমাধানে অন্যের সহযোগিতা পাবেন। জটিলতার কিছুটা অবসান হবে। কিছু অর্থ হাতে এলেও আর্থিক চাপ থাকবে। গুরুত্বপূর্ণ বিষয়ে প্রতিশ্রুতি দেওয়া ঠিক হবে না। পরিবেশ নিয়ন্ত্রণে রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *