দ্বিতীয় ম্যাচেও ব্যর্থ তামিম

গত ম্যাচে দুর্দান্ত জয়ের পর থেকেই বাংলাদেশের দলের টপঅর্ডারের ব্যর্থতা নিয়ে দুশ্চিন্তায় ভুগছেন কোচ ডমিঙ্গো ও নির্বাচকরা।

প্রথম ম্যাচে টপঅর্ডারের ভয়াবহ ব্যর্থতার পরও তাদের ওপর আস্থা রেখেছে টিম ম্যানেজম্যান্ট, ভাঙেনি উইনিং কম্বিনেশন।

শুরুটা ভালো করলেও আস্থার প্রতিদান দিতে পারেননি অধিনায়ক তামিম ইকবাল নিজেই।

আউট হয়ে গেলেন ১২ রান করেই। দলীয় সপ্তম ও নিজের ৪র্থ ওভারে গিয়ে সফল হলেন প্রথম ওয়ানডেতে বাংলাদেশি ব্যাটারদের ত্রাস ফজল হক ফারুকি।

ওভারের দ্বিতীয় বলে তামিমকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন তিনি। যদিও আউটসাইড অব দ্যা পিচ ডেলিভারি হওয়ায় আবেদনে সাড়া দেননি মাঠের আম্পায়ার। পরে রিভিউ নিয়ে সফল হন আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শহিদি।

২৪ বল খেলে ২ বাউন্ডারিতে ১২ রান করে সাজঘরে ফিরলেন ওপেনার তামিম।

তার জায়গায় ব্যাট হাতে নেমেছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। নেমেই চার হাঁকালেন।

খেলার এই পর্যায়ে বাংলাদেশের সংগ্রহ ৮ ওভারে ৫০ রান। ১৭ বলে ১৮ রানে অপরাজিত ওপেনার লিটন, সাকিব খেলছেন ৭ বলে ৬ রানে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *