রাজশাহীর তানোরে পারিবারিক কলহের জেরে মালেকা বেগম (৪৫) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।
এ ঘটনায় নিহতের স্বামী উপজেলার কামারগাঁ পশ্চিমপাড়া গ্রামের মৃত সোলেমান মণ্ডলের পুত্র আবু বাক্কারকে (৫৫) গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন গৃহবধূ মালেকার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের ভাতিজা জুলফিকার আলী বাদী হয়ে তানোর থানায় একটি হত্যা মামলা করেন। মামলার পরিপ্রেক্ষিতে প্রধান আসামি নিহতের স্বামী আবু বক্কারকে গ্রেফতার করে পুলিশ।
তানোর থানার ওসি কামরুজ্জামান মিয়া বলেন, বুধবার দুপুরে গ্রেফতার নিহতের স্বামীকে জেলহাজতে প্রেরণ করা হয় এবং ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।
ওসি আরও বলেন, সোমবার রাত সাড়ে ১১টার দিকে পারিবারিক দ্বন্দ্বের কারণে উত্তেজিত হয়ে স্ত্রী মালেকা বেগমকে চড়-থাপ্পড় দেয়। এতে তার স্ত্রী ক্ষিপ্ত হলে লাঠি দিয়ে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। ফলে মালেকা গুরুতর জখম হয়। এ অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন মঙ্গলবার দুপুরে গৃহবধূর মৃত্যু হয়।