বই মেলায় পাওয়া যাচ্ছে লিওয়াজা আক্তার এর বই

এবারের বই মেলায় চলছে তরুণ প্রজন্মের সৃজনশীল কবি ও লেখক লিওয়াজা আক্তার এর বই । বইটি দেশের প্রতিশ্রুতিশীল বনেদী প্রকাশনা প্রতিষ্ঠান থেকে প্রকাশিত হয়েছে । প্রকাশনা সংস্থা নওরোজ কিতাবিস্তান থেকে বেরিয়েছে তাঁর তৃতীয় কাব্যগ্রন্থ ‘কবির কবিতায় কল্পনা কবি’ ।
এছাড়াও তাঁর দ্বিতীয় কাব্যগ্রন্থ ‘লিওরিকা একজন প্রাক্তন’ বইটিও পাওয়া যাচ্ছে এই প্রকাশনার ২৮৮, ২৮৯, ২৯০ নম্বর স্টলে ।
বইটি নিয়ে কবি ও লেখক লিওয়াজা আক্তার বলেন, ‘নিজের ভালো লাগার পাশাপাশি পাঠকের ভালো লাগার জন্যও কিছু লেখার চেষ্টা করছি এবং এই চর্চা অব্যাহত থাকবে ।
সমাজের সকল মানুষের সুখ-দুঃখ, আনন্দ-বেদনা, হাসি-কান্না, আশা-হতাশা-বঞ্চনা, প্রেম-বিরহ, মিলন, পাওয়া না পাওয়ার কথা তুলে ধরার চেষ্টা করেছি । আশা করি পাঠকের ভালো লাগবে ।’
কবি বলেন, পাঠকের ভালো লাগলে স্বার্থক হবে তার প্রচেষ্টা ।
উল্লেখ্য, লিওয়াজা আক্তার এর জন্ম যশোর জেলায় । তিনি মনোয়ারা বেগম ও মরহুম আব্দুল মজিদ খান এর জ্যৈষ্ঠ সন্তান । নিজ অঞ্চলের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা জীবনের হাতেখড়ি ।
তিনি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্য বিষয়ে স্নাতক (সম্মান) ও মাস্টার্স ডিগ্রী অর্জন করেন ।
তিনি জানান, এই পর্যন্ত প্রকাশ হয়েছে তার পাঁচটি মৌলিক লেখা এবং সামনে আরও কিছু গল্প, উপন্যাস প্রকাশনার অপেক্ষায় আছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *