গত জানুয়ারিতে মা হয়েছেন টেলিভিশন নাটকের জনপ্রিয় অভিনয়শিল্পী নুসরাত ইমরোজ তিশা। তবে এখনো পরিবার ও কাছের মানুষেরা ছাড়া কেউই তিশার সন্তানের দেখা পাননি। এদিকে তিশা-ফারুকীর ভক্তরাও উদ্গ্রীব, তাঁদের প্রিয় দুই তারকার সন্তানের দেখা কবে একটিবারের জন্য পাবেন। সম্প্রতি কথা প্রসঙ্গে তিশা সে আভাস দিলেন। জানালেন, ‘ঈদে হয়তো দর্শকেরা আমার ইলহামকে দেখতে পাবেন।’ তবে কীভাবে দেখতে পাবেন, তা নিয়ে নিশ্চিত করে কিছুই বলেননি।
এমনিতে লম্বা সময় ধরে ঈদ মানেই নাটকে সরব উপস্থিতি থাকে তিশার। কিন্তু সন্তানসম্ভবা হওয়ার পর থেকেই লাইট, ক্যামেরার দুনিয়া থেকে নিজেকে একেবারে গুটিয়ে রাখেন। সম্প্রতি একটি পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিশার উপস্থিতিতে শুটিংয়ে ফেরার প্রশ্নটি ঘুরেফিরে এসেছে। প্রথম আলোর পক্ষ থেকে তিশার কাছে তাই জানতে চাওয়া হয়, ‘ঈদে নতুন কোনো নাটক আসবে কি না?’ জানালেন, ‘ঈদে নতুন কোনো নাটক প্রচারের সম্ভাবনা নেই। এবারের পুরো ঈদ আমি আমার সন্তানকে দিচ্ছি। দর্শকদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। কারণ, দর্শকের সঙ্গে আমার সময় শেয়ার করতে পারছি না, সন্তানের সঙ্গে এবারের ঈদটা করতে হচ্ছে। পুরোনো কোনো কাজেও দেখা যাবে না।’
সম্প্রতি তিশা চ্যানেল আই ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ডে ‘অহং’ নাটকের জন্য সেরা অভিনয়শিল্পীর পুরস্কার পেয়েছেন। এই অ্যাওয়ার্ডে অংশ নিয়ে তিশার ভিন্ন রকম অভিজ্ঞতা হয়েছে। বললেন, ‘সাধারণত গেট টুগেদার সব সময় সবাই জিজ্ঞেস করে, কেমন আছি, এই–সেই? কিন্তু এবার সবচেয়ে বেশি শুনতে হয়েছে, ইলহাম কেমন আছে? ইলহামকে দেখব কবে? শিল্পী, শিল্পীর বাইরে সবার কাছ থেকে এমন প্রশ্ন শুনতে হয়েছে। আমারও উত্তর ছিল একটাই, শিগগিরই। ঈদে দর্শকেরা আমার কাজ দেখতে পাচ্ছেন না, হয়তো আমার ইলহামকে দেখতে পাবেন।’
Leave a Reply