আফ্রিকার দেশ নাইজেরিয়ায় একটি অবৈধ তেল শোধনাগারে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে শতাধিক মানুষের প্রাণহানি হয়েছে।
শনিবার দেশটির রিভারস প্রদেশে এই ঘটনা ঘটে।দেশটির সরকারি কর্মকর্তা এবং বেসরকারি একটি সংস্থার বরাত দিয়ে খবর রযটার্সের।
রিভারস প্রদেশের পেট্রোলিয়াম সম্পদবিষয়ক কমিশনার গুডলাক ওপিয়াহ বরাত দিয়ে রয়টার্স জানায়, প্রদেশের একটি অবৈধ তেল শোধনাগার স্থাপনায় আগুন ছড়িয়ে পড়েছে। এতে ১০০ জনেরও বেশি মানুষের প্রাণহানি ঘটেছে।
চরম বেকারত্ব এবং দারিদ্র্যের কারণে নাইজারিয়ায় অবৈধ তেল পরিশোধন আকর্ষণীয় ব্যবসায় পরিণত হয়েছে। তবে মাঝে মাঝেই এসব অবৈধ শোধনাগারে বিস্ফোরণ এবং অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনা ঘটে।
দেশটির প্রধান প্রধান বিভিন্ন তেল কোম্পানির পাইপলাইন থেকে তেল চুরির পর সেগুলো অবৈধ স্থাপনায় পরিশোধন করা হয়। বিপজ্জনক এই প্রক্রিয়ার কারণে অনেক সময় মারাত্মক দুর্ঘটনা ঘটে।এছাড়া অবৈধভাবে এই তেল শোধন প্রক্রিয়ার ফলে ভয়াবহ দূষণের শিকার হয়েছে ওই এলাকার কৃষিজমি ও নদীনালা।v