টিএসসিতে ছাত্রদলের নেতাদের সঙ্গে ছাত্রলীগের কুশল বিনিময়

অনুষ্ঠানে ছাত্রলীগের পক্ষ থেকে সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের নেতৃত্বে অর্ধশতাধিক নেতা–কর্মী উপস্থিত ছিলেন। ছাত্রদলের পক্ষ থেকে ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি কাজী রওনকুল ইসলাম ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলামসহ শ খানেক নেতা-কর্মী। একপর্যায়ে ছাত্রদলের নেতাদের সঙ্গে হাস্যোজ্জ্বল কুশল বিনিময় করতে দেখা যায় সাদ্দাম হোসেনকে।

ডুজার আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সাবেক অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন। তিনি বলেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয়ের যাঁরা প্রশাসক আছেন, তাঁরা সাধ্যমতো চেষ্টা করছেন সমস্যা মেটানোর জন্য। তবে দেশটা তো বাংলাদেশ৷ এখানে নানা সমস্যা-সংকট আছে। বিশ্ববিদ্যালয় তো এর বাইরে নয়। তবে ঐকান্তিকতা ও শিক্ষকসুলভ মানসিকতা থাকলে সব সমস্যাই সমাধান করা যাবে। শিক্ষার্থীদেরও শিক্ষার্থীর মতো আচরণ করতে হবে।’

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ডুজার প্রধান উপদেষ্টা মো. আখতারুজ্জামান। তিনি বলেন, ‘আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, তখন আমাদের প্রতিদিনের ইফতারের জন্য দুই থেকে তিন টাকা বরাদ্দ থাকত। অন্যদিকে আজকের এই ইফতার মাহফিলের আয়োজনে মাথাপিছু কমপক্ষে ১২৫ টাকা করে খরচ করা হয়েছে। এটি আমাদের অর্থনৈতিক উন্নয়নের অন্যতম একটি নির্দেশক।’

ডুজার সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের সহ–উপাচার্য (প্রশাসন) মুহাম্মদ সামাদ, সহ-উপাচার্য (শিক্ষা) এ এস এম মাকসুদ কামাল, কোষাধ্যক্ষ মমতাজ উদ্দিন আহমেদ, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নিজামুল হক ভূইয়া ও ডুজার সভাপতি মামুন তুষার বক্তব্য দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *