সীমান্ত সমস্যার কারণে ভারত-পাকিস্তানের মধ্যকার দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ রয়েছে দীর্ঘদিন ধরে।
২০০৮ সালে মুম্বাই হামলার পর থেকে পাকিস্তানের বিরুদ্ধে দ্বিপাক্ষিক সিরিজ খেলছে না ভারত।
তবে প্রতিবেশী দুই দেশের খেলা দেখার জন্য অধীর আগ্রহে বসে থাকেন এশিয়া এবং এশিয়ার বাইরের হাজার হাজার সমর্থক।
এমনকি ভারত-পাকিস্তানের ক্রিকেটারও একে-অপরের সঙ্গে খেলতে আগ্রহী। কিন্তু রাজনৈতিক সমস্যার কারণে সম্ভব হচ্ছে না।
পাকিস্তানের তারকা ওপেনার মোহাম্মদ রিজওয়ান বলেন, ভারতের সঙ্গে আমরা খেলতে চাই। শুধু তাই নয়, বিরাট কোহলিরাও আমাদের সঙ্গে খেলতে চায়।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিপাক্ষিক সিরিজ শুরুর আগে সাংবাদিক সম্মেলনে রিজওয়ান বলেন, ভারত-পাকিস্তানের ক্রিকেটাররা চায়, দুই দেশের মধ্যে আবার খেলা শুরু হোক। কিন্তু প্রশাসনিক কারণে সেটা হচ্ছে না। প্রশাসনিক সিদ্ধান্ত ক্রিকেটারদের হাতে থাকে না।
সম্প্রতি ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে সাসেক্সের হয়ে খেলেছেন ভারতের চেতেশ্বর পুজারা ও পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান। পুজারার সঙ্গে খেলতে পেরে উচ্ছ্বসিত রিজওয়ান বলেন, ক্রিকেট নিয়ে আমাদের মধ্যে অনেক আলোচনা হয়েছে। ওর কাছে অনেক কিছু শিখেছি। আমাদের মধ্যে খুব ভালো বোঝাপড়া। ক্রিকেট খেলতে গেলে যে একাগ্রতা দরকার, সেটা পুজারার কাছে শিখেছি। সেটা কাজে লাগানোর চেষ্টা করব।