সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু, সহপাঠীদের মানবন্ধন

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় বেপরোয়া গাড়ির চাপায় মাদ্রাসা ছাত্র মো. আবু তালহা (৮) মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় ভাণ্ডারিয়া- চরখালি সড়কের ব্রাক অফিস সংলগ্ন বাইপাস মোড়ে এই দুর্ঘটনা ঘটে।

তালহা নদমুলা শিয়ালকাঠী ইউনিয়নের দক্ষিণ শিয়ালকাঠী গ্রামের বাসিন্দা ব্যবসায়ী মো. হাবিবুর রহমানের ছেলে ও বন্দর তাফসির ময়দান সংলগ্ন একটি নুরানী মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।

তালহার ঘাতক মোটরসাইকেল চালক সাজিদ ইশরাকে দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবি জানিয়ে সড়কে মনববন্ধন করেছে তার সহপাঠীরা। পাশাপাশি তারা নিরাপদ সড়কের দাবি জানিয়েছেন।

শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে ভাণ্ডারিয়া ভুবেনশ্বর ব্রীজ সংলগ্ন সড়কে ভাণ্ডারিয়া বন্দর নূরানী তা’লীমুল কুরআন মাদ্রাসার সামনে এ মানববন্ধন করা হয়। এই শিশুদের সঙ্গে রাস্তায় নেমে আসে শিক্ষক, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

মানববন্ধনে মাদরাসার সভাপিত বাদশা জোমাদ্দার বলে, ড্রাইভিং লাইসেন্স বিহিন অল্প বয়সি চালকদের বেপরোয়া মনোভাব, মাদকাসক্তি, সড়কের আইনের কার্যকর প্রয়োগ না হওয়া এসব কারণেই বেশিরভাগ দুর্ঘটনা ঘটছে। এ সময় তিনি বলেন ঘাতক সাজিদ ইশরাক উশৃঙ্খল জীবন-যাপন করতো। সে একাধিক মামলার আসামি। তাকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে।

ভাণ্ডারিয়া থানার ওসি মাসুমুর রহমান বিশ্বাস জানান, মৃতদেহ হাসপাতাল থেকে উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *