মাহফুজ কাদরী দেশের একজন সুপরিচিত নৃত্যশিল্পী, নৃত্য পরিচালক ও ফ্যাশন কোরিওগ্রাফার। এ ছাড়া বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত নৃত্যশিল্পী ও কাদরী ডান্স ট্রুপ’র প্রতিষ্ঠাতা পরিচালক। চাদপুরের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে তার জন্ম। অনেকদিন ধরেই তিনি বিভিন্ন তারকার জন্য কাজ করে যাচ্ছেন।
তার বাবা মোস্তফা কাদরী ও মা আক্তারুন নাহার দুজনই পেশাগত জীবনে চাকরিজীবী। তাদের বড় সন্তান মাহফুজ কাদরী। অনেক কষ্ট করে আজকের এই পর্যায়ে এসেছেন বলে জানান তিনি। তার ভাষ্য, ‘মফস্বলের গন্ডিতে বড় হওয়া একজন ছেলে আমি। নিজেকে নৃত্যশিল্পী দাবি করাও যেন এক প্রকার অন্যায়। বাধা চারপাশের মানুষরাই দেয় না পাশাপাশি পরিবার ও চায় না যে তাদের কেউ একজন নৃত্যশিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করুক। এত বাধা বিপত্তির পরও অনেকটা মানসিক যুদ্ধ আর টানাপোড়ন সহ্য করে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছি।’
তিনি জানান, সেই ভালোবাসার যাত্রাটা অনেক আগে থেকেই শুরু হয়েছিল। ছোট বেলায় যখন টেলিভিশনে সাদিয়া ইসলাম মৌ’র নাচ দেখাতো তখন তাকে টিভির সামনে থেকে কেউ সরাতে পারতো না। যৌথ পরিবারেই বেড়ে উঠা, পরিবারের সকল সদস্যদের ভালোবাসা আর আদর নিয়ে মাহফুজ কাদরীর পথচলা। কিন্তু তার নাচের এমন আগ্রহ অনেকেই ভালো চোখে দেখতেন না।
তারপরও থেমে যায়নি তিনি, বাধা আর মানুষের আড় চোখের চাহনিকে অনুপ্রেরণা ভেবে এগিয়ে চলেছে তার স্বপ্নের পথে। অসংখ্য প্রতিকূলতা ডিঙিয়েও নাচের জন্য যুদ্ধ করে যাওয়া হার না মানা মাহফুজ কাদরীর স্বপ্নগুলো একটু একটু বাস্তবতা পাচ্ছে। সেই কলেজ পালিয়ে ক্লাস করতে যাওয়া ছেলেটা আজকে বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত নৃত্যশিল্পী হিসেবে জায়গা করে নিয়েছে এবং অংশ নিয়েছেন অসংখ্য সরকারি বেসরকারি নৃত্যানুষ্ঠানের।
তার নিজের প্রতিষ্ঠান কাদরী ডান্স ট্রুপ’র ব্যানারে কাজ করেছে বাংলাদেশের অনেক পরিচিত মুখ। চাঁদপুর শিল্পকলা একাডেমির প্রশিক্ষক সোমা দত্তের কাছে তার নাচের হাতেখড়ি। তারপর নৃত্যগুরু শিবলী মোহাম্মদ, এম আর ওয়াসেক ও ফারহানা চৌধুরী বেবির কাছে নাচের তালিম নিয়েছেন। দুবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী, নৃত্যশিল্পী, মডেল চাঁদনী মেহবুবার প্রতিষ্ঠান ‘CNI Glow’ তে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে রয়েছেন।
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে স্কলারশিপ নিয়ে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ক্যালচার ক্লাবের একজন প্রতিনিধি নৃত্যশিল্পী হয়ে অংশ নিয়েছেল ভারতের চেন্নাইয়ে অবস্থিত ভ্যালোর ইউনিভার্সিটি অফ টেকনোলজির রিভেরা কালচার ফেস্টিভ্যালে ও অংশ নিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন আয়োজিত সাউথ এশিয়ান কালচারাল এক্সচেঞ্জ ২০২০-এ। পাশাপাশি বাংলাদেশের প্রতিনিধি হয়ে নৃত্য শিল্পী হিসাবে বেশ কয়েকবার ভারতের বিভিন্ন রাজ্যে সফর করেছেন তিনি। পরিচালনা করেছেন সহস্রাধিক খন্ড নৃত্য।
এ ছাড়াও বাংলাদেশ শিল্প পুলিশ সাপ্তাহ ২০২১-এ তার নৃত্য পরিচালনায় নাচ করেন জনপ্রিয় নৃত্যশিল্পী ও অভিনেত্রী নাদিয়া আহমেদ ও কাদরী ডান্স ট্রুপ-এর একঝাঁক নৃত্যশিল্পী।
নৃত্য শিল্পী মাহফুজ কাদরী বলেন, ‘যে কাজের অঙ্গনে অনেক রকম শত্রু -মিত্র আছেন কিন্ত আমি কাউকেই আমার প্রতিদ্বন্দ্বী মনে করি না। কারণ আমি নিজের সঙ্গে নিজের প্রতিযোগিতায় ব্যস্ত থাকি। আর এভাবেই এগিয়ে যাওয়ার জন্য সকলের দোয়া চাই।’
Leave a Reply