আবারও দেখা যেতে পারে রোনালদো–মরিনিও জুটি

শুধু চ্যাম্পিয়নস লিগটাই জেতা হয়নি তাঁদের 
ছবি: টুইটার

এমন চমকে দেওয়া খবর জানিয়েছেন রোমার সাবেক খেলোয়াড় আনহেলো ডি লিভিও। রেটেস্পোর্ত রেডিওর অনুষ্ঠান ১৯২৭-এ এসে চমকে দিয়েছেন সাবেক ইতালিয়ান খেলোয়াড়।

আরও পড়ুন

রোনালদো-লেভানডফস্কি অদলবদল?

তাঁর দাবি, রোনালদোর এজেন্ট জোর্জে মেন্ডেজ রোনালদোকে সাবেক কোচের অধীনে খেলানোর ব্যবস্থা করছেন, ‘বিভিন্ন সূত্র থেকে জানতে পেরেছি, রোমা ক্রিস্টিয়ানো রোনালদোকে নেওয়ার চেষ্টা করছে। আগামী ৭ জুলাই দলবদলের ঘোষণা আসতে পারে। অযৌক্তিক মনে হতে পারে, কিন্তু বিশ্ব ফুটবলে এটা সঙ্গে সঙ্গে ছড়িয়ে পড়েছে। আমার এক বন্ধুর সঙ্গে কথা বলেছিলাম, সে টিভিতে কাজ করে। কয়েক দিন আগে ক্লাবের এক গুরুত্বপূর্ণ ম্যানেজারের সঙ্গে ডিনার করতে গিয়ে এটা জানতে পেরেছে।’

মরিনিওর কান্নাই বোঝাল, ফুরিয়ে যাননি তিনি

দলবদলটা অযৌক্তিক ঠেকতে পারে আরও অনেকের কাছেই। ক্লাব ক্যারিয়ারে কখনো ইউরোপা লিগে খেলতে হয়নি রোনালদোকে। এবার ইউনাইটেডে থাকলে সে অভিজ্ঞতা পেতে হবে তাঁকে। এ কারণেই খেলোয়াড়ের পাঁড়ভক্তদের অনেকেই তাঁর দলবদলের ব্যাপারে আশাবাদী। বিশেষ করে বায়ার্ন মিউনিখের সঙ্গে রোনালদোর নাম জড়ানোটা তাঁদের জন্য সোনায় সোহাগা হয়ে এসেছে।

ইংলিশ তিন ক্লাবকে এখনো ভালোবাসেন মরিনিও

এর মধ্যেই হঠাৎ রোমার নাম শুনতে পেরে তাঁদের ভালো লাগার কথা নয়। কারণ, রোমা যে এ মৌসুমে ইউরোপা লিগেই খেলবে। আর ইতালিয়ান লিগে নতুন কোনো চ্যালেঞ্জও নিতে পারবেন না রোনালদো। ইতালিয়ান লিগ ও কাপ—দুটোই জুভেন্টাসে জিতে এসেছেন রোনালদো।

দেহরক্ষীর দোষের মাশুল দেবেন রোনালদো

২০১০ থেকে ২০১৩ সাল পর্যন্ত রিয়াল মাদ্রিদে মরিনিওর অধীনে খেলেছেন রোনালদো। তাঁর অধীনেই বার্সেলোনার আধিপত্যের মধ্যেই কোপা দেল রে ও লিগ জিতেছে রিয়াল। ১৬৪ ম্যাচে এ জুটিকে দেখা গেছে। এ সময়ে ১৬৮টি গোল করেছেন রোনালদো, গোলে সহায়তা করেছেন ৪৯বার।

রোমার ইতিহাস গড়ার রাতে মরিনিওর অনন্য কীর্তি

তবে টানা তিন বছর সেমিফাইনাল থেকে ছিটকে পড়ায় রিয়ালে চ্যাম্পিয়নস লিগের স্বাদ পাওয়া হয়নি মরিনিওর। রিয়ালের হয়ে পরে চারবার চ্যাম্পিয়নস লিগ জিতেছেন রোনালদো। কিন্তু এরপর চেলসি, ম্যানচেস্টার ইউনাইটেড, টটেনহামের কোচিং করানো মরিনিওর আর সে স্বাদ পাওয়া হয়নি। গত বছর রোমাকে নতুন শুরু হওয়া উয়েফা কনফারেন্স লিগ জিতিয়েছেন এই পর্তুগিজ।

বাড়ির দেয়াল ধসিয়ে দিল রোনালদোর ১৪ কোটি টাকার বুগাত্তি

ডি লিভিও দুই পর্তুগিজের এক হওয়ার জন্য ৭ জুলাই দিনটিকে বেছে নেওয়ার একটি দারুণ ব্যাখ্যা দিয়েছেন। নিজের জার্সি নম্বর সাতকে ব্র্যান্ড বানিয়ে ফেলেছেন রোনালদো। তাই রোমায় যাওয়ার জন্য সপ্তম মাসের সপ্তম দিনটিই নাকি সেরা মনে হয়েছে তাঁর।

পিএসজিতে মেসি-নেইমারদের কোচ হবেন মরিনিও?

আরেক সাবেক ইতালিয়ান ফুটবলার ফাবিও পেত্রুৎসিও বলছেন, রোনালদো-মরিনিও পুনর্মিলনীর কথা, ‘খুব ভালো একটা সূত্র, নির্ভরযোগ্য এক ব্যক্তি বলেছে রোমা ক্রিস্টিয়ানো রোনালদোকে যেকোনো মূল্যে পেতে চায়। চুক্তির বিস্তারিত ঠিকঠাক করা বাকি, ছবি স্বত্বের ব্যাপার আছে, কিন্তু আমি জানি সে ইউনাইটেড ছাড়বে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *