পানের বরজ ঘেরাও করে ৪ ডাকাত গ্রেফতার

বরিশালের গৌরনদীতে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের সঙ্গে গুলি বিনিময়ের একপর্যায়ে আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

এ সময় গ্রেফতারকৃত ডাকাতদের কাছ থেকে ১টি ওয়ান শুটারগান, ৫ রাউন্ড কার্তুজ, ২টি বগিদা, ১টি চাইনজ কুড়ালসহ দেশীয় ধারাল অস্ত্র ও ডাকাতি করার সরঞ্জামাদি উদ্ধার করে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন- বরিশালের বাকেরগঞ্জ উপজেলার বলইকাঠি গ্রামের শামসুল হক হাওলাদারের ছেলে সেলিম হাওলাদার ওরফে কাটারো হাওলাদার (২৭), একই গ্রামের মৃত হাসেম হাওলাদারের ছেলে রফিকুল ইসলাম রানা (৪৫), একই উপজেলার চরামুদ্দি গ্রামের শাহ্জাহান হাওলাদারের ছেলে মো. মিজান হাওলাদার ওরফে নিজাম হাওলাদার (৩৮), বরগুনা জেলার সদর থানার বড়ইতলা গ্রামের জব্বার শিকদারের ছেলে মো.বারেক শিকদার (৩৭)।

রোববার দিবাগত সাড়ে ১২টার দিকে উপজেলার খাঞ্জাপুর গ্রামে গুলাগুলির পর ধাওয়া করে ওই চার ডাকাতকে গ্রেফতার ও আগ্নেয়াস্ত্রসহ দেশীয় ধারাল অস্ত্র উদ্ধার করা হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার খাঞ্জাপুর গ্রামের মো. আকবর ফকিরের পান বরজের পাশে বসে রোববার দিবাগত রাত ১২টার দিকে সশস্ত্র ৮/১০ জন ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ সময় স্থানীয়রা টের পেয়ে থানা পুলিশকে খবর দেয়। গৌরনদী থানার ওসি আফজাল হোসেনের নেতৃত্বে একদল পুলিশ রাত সাড়ে ১২টার দিকে ঘটনাস্থলে পৌঁছলে ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে। এ সময় পুলিশ আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়ে। ডাকাত ও পুলিশের মধ্যে গুলি বিনিময় হয়।

একপর্যায়ে ডাকাত দল টিকতে না পেরে পিছু হটে ওই পান বরজের মধ্যে ঢুকে পড়ে। তখন পুলিশ ও গ্রামবাসী পান বরজ ঘেরাও করে পান বরজ থেকে আন্তঃজেলা ডাকাত দলেরর সদস্য সেলিম হাওলাদার ওরফে কাটারো হাওলাদার (২৭), রফিকুল ইসলাম রানা (৪৫), মো.মিজান হাওলাদার ওরফে নিজাম হাওলাদার (৩৮), মো.বারেক শিকদারকে (৩৭) আটক করেন।

গৌরনদী থানার ওসি আফজাল হোসেন জানান, খবর পেয়ে তিনি ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছলে ডাকাত দলের সদস্যরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়লে পুলিশ আত্মরক্ষার্থে পাল্টা ১০ রাউন্ড পাল্টা গুলি ছুড়ে। এ সময় এলাকাবাসীর সহযোগীতায় আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্যকে গ্রেফতার করা হয়।

এ ব্যাপারে থানার এসআই মো.শাহ্জাহান বাদী হয়ে সোমবার ভোরে ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে পৃথক ২টি মামাল দায়ের করেন। গ্রেফতারকৃতদের রোবার দুপুরে বরিশাল আদালতে সোপর্দ করা হলে আদালতের বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন বলে ওসি আফজাল হোসেন জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *