গ্রাফিকস কার্ডের সংকট কেটেছে

মহামারি শুরুর পর থেকেই বাজারে গ্রাফিকস কার্ডের ঘাটতি ছিল। সাধারণ ক্রেতাদের প্রয়োজন মেটানো যাচ্ছিল না। এবার সংকট কাটিয়ে স্বরূপে বাজারে ফিরেছে গ্রাফিকস প্রসেসিং ইউনিট বা জিপিইউ। সংকট কেটে যাওয়ায় দামও কমেছে।

 

চলতি বছরের শুরু থেকে জিপিইউয়ের বাজার স্বাভাবিক হতে শুরু করে। জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত দাম কমেছে ৫০ শতাংশ। আগামী কয়েক মাসে আর জিপিইউয়ের ঘাটতি দেখা দেওয়ার আশঙ্কা নেই। জিপিইউয়ের সবচেয়ে বড় জোগান আসে তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কম্পানি বা টিএসএমসি, অ্যাডভান্সড আরআইএসসি মেশিনস বা এআরএম ও এনভিডিয়ার কাছ থেকে। মহামারির সময় জিপিইউয়ের উৎপাদন বাধাগ্রস্ত হয়। এর পাশাপাশি গ্রাফিকস কার্ড কিনে ক্রিপ্টোকারেন্সি মাইনিং করতে অনেকেই জিপিইউ খুঁজতে শুরু করেন। লকডাউনের সময় গেমারের সংখ্যা বেড়ে যায়। কম্পিউটারে প্রয়োজন পড়ে উন্নতমানের গ্রাফিকস কার্ডের। ফলে সংকট আরো তীব্র হয়। অফলাইন ও অনলাইন কোনোখানেই সহজলভ্য ছিল না জিপিইউ। জিপিইউয়ের ঘাটতি ফুরালেও প্রসেসরের বাজার স্বাভাবিক হয়নি। সংকট পুরোপুরি কাটতে আরো বছরখানেক সময় লাগবে।

সূত্র : দ্য ভার্জ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *