আজিজুল হাকিম বলেন,‘আমি সব সময় আদর্শগত জায়গা থেকে সামাজিক বার্তা থাকে, এমন গল্প নিয়ে কাজ করি। এবারও আমাদের চারপাশে অভিজাত পরিবারগুলোর মধ্য থেকেই গল্পটি লেখা হয়েছে। টাকা, ডলার ও গয়নার বাক্স নিয়ে নাটকের গল্প। বাক্সকে ঘিরেই উচ্চবিত্ত পরিবারের জীবনবোধে পরিবর্তন আসে।’
মইনুল খানের লেখা নাটকটি ঈদের আগের দিন বেলা ৩টা ১৫ মিনিটে এনটিভিতে প্রচার হবে । বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ডলি জহুর, আল মামুন, শহীদুজ্জামান সেলিম, অহনা রহমান, রাশেদ সীমান্ত প্রমুখ। নাটকটি পরিচালনায় সার্বিক সহযোগিতা করেছেন জিনাত হাকিম।