সফল উদ্যোক্তা ফাতেমা আক্তার ফিমা

আমি ফাতেমা আক্তার ফিমা। আমি একজন পেশাদার মেকআপ আর্টিস্ট এবং আমি একজন উদ্যোক্তা আমি এমনিতেই মেকআপের প্রতি খুব আগ্রহী ছিলাম। আমি মেকআপ করতে পছন্দ করতাম।প্রতিটি অনুষ্ঠানে আমি আমার পরিবারের সদস্যদের সাজিয়ে দিতাম। সবাই বলতো আমি খুব ভালো সাজাতে পারি। এভাবে আমি ধীরে ধীরে অনুপ্রাণিত হই ।আমি এটি পেশাগতভাবে করতে চেয়েছিলাম এবং এর জন্য আমি কিছু ভালো প্রশিক্ষক এর কাছে প্রশিক্ষন নেই। আলহামদুলিল্লাহ আমার প্রথম মেকআপ কোর্স আন্তর্জাতিক মেকআপ আর্টিস্টের কাছ থেকে করি এবং আমি ২০২১ সাল থেকে মেকআপ নিয়ে কাজ করছি। আমি ব্রাজিলের একজন মেকআপ আর্টিস্টের (মিশেলী পালমা ) কাছ থেকে ২০২১ আগস্টে একটি আন্তর্জাতিক মেকআপ কোর্স করি। একজন পেশাদার মেকআপ শিল্পী হিসাবে, আবার 2022 সালে আমি আবার আন্তর্জাতিক মেকআপ কোর্স করি আর একজন ব্রাজিলিয়ান মেকআপ আর্টিস্ট (কেনেডি হোফম্যান) থেকে এছাড়া বাংলাদেশের মেকাপ প্রশিক্ষক (সাহিদা এহসান )এর পেশাদার মেকআপ কোর্স করি এভাবে একজন পেশাদার মেকআপ আর্টিস্ট হিসেবে আমার যাত্রা শুরু এখন আমি একজন আন্তর্জাতিক প্রত্যয়িত পেশাদার মেকআপ আর্টিস্ট। ।
এর সাথে আমি অনলাইনে ব্যবসা করি আমার কালেকশন হল ডিজাইনার শাড়ির কালেকশন। আমি নিজের দেয়া ডিজাইন আমার কারিগর দিয়ে করিয়ে থাকি।
আমার দুটি অনলাইন ফেসবুক পেইজ আছে একটি হল আমার মেকআপ পেইজ “Makeover by Friamo” আরেকটি হল আমার ডিজাইন কালেকশন পেইজ “Style by Friamo।
আমি মনে করি প্রত্যেক মেয়েকে আত্মনির্ভরশীল হতে হবে
মেয়েদের জন্য এই ধরনের কিছু করা খুবই জরুরি।আমি একজন নারী উদ্যোক্তা আমি একজন মেকআপ আর্টিস্ট এই দুটির মাধ্যমে আমি আমার লক্ষ্যে পৌঁছেছি।
আমার জীবনে নিজ উদ্যোগে কিছু করার ইচ্ছা ছিল, আমি আমার স্বামীকে সাহায্য করতে চাই।আমার স্বামী আমাকে অনেক সমর্থন করেছেন।
আজ আমি একজন সফল উদ্যোক্তা এবং পেশাদার মেকআপ আর্টিস্ট এর পুরো অবদান আমার স্বামীর।আমি চাই সব মেয়েই নিজ নিজ জায়গায় স্বাবলম্বী হোক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *