ভাই আবরার ফাহাদের বুয়েটেই ভর্তি হচ্ছেন ফাইয়াজ

ভাই আবরার ফাহাদের বুয়েটে ভর্তির সিদ্ধান্ত নিয়েছেন ছোট ভাই আবরার ফাইয়াজ। এমনকি বুয়েটের যেই হলে ছাত্রলীগের নির্মম নির্যাতনে আবরার ফাহাদ প্রাণ হারিয়েছিলেন, সেই শেরেবাংলা হলেই থেকে পড়াশোনা করতে চান ফাইয়াজ।

বুধবার বেলা ২টা ২০ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ফাইয়াজ তার সিদ্ধান্ত ও ইচ্ছার কথা পোস্ট করেন।

ফাইয়াজ বলেন, আমার পরিবারের সবার মতামতের ভিত্তিতে আমি বুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তির সিদ্ধান্ত নিয়েছি। যেহেতু আপনারা অনেকেই নিজেদের মতামত জানিয়েছিলেন, তাই এই ব্যাপারটা আপনাদের জানানো।

সত্যি বলতে পরিবারের কেউই সরাসরি আইইউটি বা বুয়েটে ভর্তির ব্যাপারে তেমন কিছু বলেননি জানিয়ে ফাইয়াজ বলেন, প্রায় সবাই বলেছেন যেখানে আমার ইচ্ছা সেখানেই ভর্তি হতে। তাই বলা যায়, আমার ইচ্ছা অনুসারেই এখানে ভর্তি হতে চাওয়া।

বর্তমানে ফাইয়াজ গাজীপুরে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজিতে (আইইউটি) কম্পিউটার সায়েন্স বিষয়ে ভর্তি হয়ে আছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ক’ ইউনিটেও ভর্তির সুযোগ পেয়েছেন।

২০১৯ সালের ৬ অক্টোবর ছাত্রলীগ নেতাকর্মীদের নির্মম নির্যাতনে বুয়েটের মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদ নিহত হন। এ ঘটনায় আবরারের বাবা চকবাজার থানায় হত্যা মামলা করেন। এ মামলায় ২০ জনকে মৃত্যুদণ্ড এবং ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডিত ব্যক্তিরা সবাই বুয়েটের ছাত্র ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *