সেঞ্চুরির পর কেন আংটিতে চুমু খেয়েছিলেন কোহলি?

বিরাট কোহলি ১০২০ দিন পর আন্তর্জাতিক ক্রিকেটে আফগানিস্তানের বিপক্ষে সেঞ্চুরি পেয়েছেন। সেঞ্চুরি পূর্ণ করার পর ভারতীয় ব্যাটার দর্শকদের মাথা নিচু করে একবার অভিবাদনও দিয়েছেন। এর পর চুমু খেয়েছেন গলার চেইনে থাকা বিয়ের আংটিতে। আংটিতে চুমু খাওয়ার একটি বিশেষ কারণ ছিল তার।

টি-টোয়েন্টি সংস্করণে এটি তার প্রথম সেঞ্চুরি। ছক্কা হাঁকিয়ে পূর্ণ করেছেন ক্যারিয়ারের ৭১তম সেঞ্চুরি। সেঞ্চুরি করার সময় মুখে ছিল তার তৃপ্তির হাসি। সেঞ্চুরি করার পর গলার চেইনে থাকা বিয়ের আংটিতে চুমু খেয়েছেন তিনি। নিজেদের ইনিংস শেষে চুমু খাওয়ার অভিব্যক্তি প্রকাশ করেছেন ভারতের সাবেক অধিনায়ক।

তিনি বলেন, ‘গত আড়াই বছর আমাকে অনেক কিছু শিখিয়েছে। এক মাসের মধ্যে ৩৪ বছর পূর্ণ হবে আমার। বুনো যে উদযাপন (সেঞ্চুরির পর), সেগুলো এখন অতীত। এলে আমি অবাকই হয়েছি। এই সংস্করণে সেঞ্চুরি পাব, কল্পনায়ও আসেনি। সেঞ্চুরির পর লকেটে চুমু খেয়েছি। কারণ সবাই আমাকে এখানে দাঁড়িয়ে থাকতে দেখছে শুধু একজনের জন্য। সে আমাকে অনেক কিছুই অন্যভাবে দেখতে শিখিয়েছে। সে আনুশকা। আমার এই সেঞ্চুরি ওর জন্য, আমাদের ছোট্ট মেয়ে ভামিকার জন্যও। খারাপ খেললে মানুষ নানা রকম মন্তব্য করবে। কিন্তু আপনার মনের ভাষা কেউ বুঝতে চেষ্টা করবে না। ছয় সপ্তাহের বিরতি আমাকে আবার খেলাটা উপভোগ করাতে শেখাচ্ছে।’

৬১ বলে অপরাজিত ১২২ রানের বিধ্বংসী ইনিংসে অনেক রেকর্ড গড়েছেন কোহলি। টি-টোয়েন্টি সংস্করণে নিজের প্রথম সেঞ্চুরি। এশিয়া কাপে তিনি এই সংস্করণে প্রথম ক্রিকেটার হিসেবে গড়েছেন সেঞ্চুরির কীর্তি। আবার আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বয়স্ক ক্রিকেটার হিসেবে গড়েছেন সেঞ্চুরির রেকর্ড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *