মালয়েশিয়ায় ‘দিন দ্য ডে’র প্রিমিয়ার শোতে প্রবাসীদের ভিড়

মালয়েশিয়ায় প্রবাসীদের মাঝে ব্যাপক সাড়া জাগিয়েছে বাংলা সিনেমা ‘দিন দ্য ডে’। ১৬ সেপ্টেম্বর মালয়েশিয়ার প্রজাতন্ত্র দিবসে ছবিটি মুক্তি পায়। দিনটি ছুটি থাকায় সিনেমার প্রিমিয়ার শো দেখতে হাজার হাজার বিনোদনপ্রেমী প্রবাসীর প্রচণ্ড ভিড় সামলাতে হিমশিম খায় কর্তৃপক্ষ।

টিজিভি সিনেমার কর্তৃপক্ষ সুরিয়া কেএলসিসিতে ৫টা ২০ মিনিটে একই সাথে পাঁচটি স্ক্রিনে ‘দিন দ্য ডে’ সিনেমার শো চালু করার পরও প্রায় হাজারখানেক মানুষ টিকিটের জন্য অপেক্ষা করছিলেন।

দর্শকদের এই ভিড় ও আগ্রহ দেখে টিজিভি কর্তৃপক্ষ স্ক্রিনের সংখ্যা বাড়িয়ে সর্বমোট ৮টি স্ক্রিনে ‘দিন দ্য ডে’ সিনেমার শো চালু করে। তারপরও অনেকে টিকিট ক্রয় করতে পারেননি। সিনেমাটি দেখে প্রবাসীরা উচ্ছ্বসিত।

প্রবাসী আমির হোসেন বলেন, যখন শুনলাম মালয়েশিয়ায় সিনেমাটি মুক্তি পাবে তখন আগ্রহে ছিলাম। ঘোষণার পরপরই অনলাইনে টিকিট সংগ্রহ করেছি। সিনেমাটি দেখে খুব ভালো লেগেছে।

এদিকে ৫টা ২০ মিনিটে কুয়ালালামপুরের টিজিভি কেএলসিসিতে দর্শকদের সঙ্গে ‘দিন দ্য ডে’র প্রথম স্ক্রিনিং দেখেন সিনেমার তারকা জুটি অনন্ত-বর্ষা। এ সময় উচ্ছ্বসিত হয়ে আগামীতে বাংলা ছবি নিয়ে সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার আশাবাদও ব্যক্ত করেন এই জুটি।

এর আগে ১৪ সেপ্টেম্বর কুয়ালালামপুরে একটি সংবাদ সম্মেলনে অনন্ত জলিল বলেন, সারা পৃথিবীতে সিনেমার মার্কেট গড়ে তুলবেন। যেখানে আমাদের বাংলাদেশিরা আছেন, প্রবাসী ভাই-বোনেরা আছেন, সেখানেই একটা মার্কেট গড়ে তুলতে চান তিনি। এই তারকা দম্পতি ১৮ সেপ্টেম্বরে জহুরবারুর এমএমসি সিটি স্কোয়ারে স্ক্রিনিংয়ে অংশ নেবেন।

প্রথম সপ্তাহে ১১ প্রেক্ষাগৃহের জায়গায় প্রবাসী বাংলাদেশিদের আগ্রহে হল বাড়িয়ে ২০টি হলে মুক্তি পেয়েছে সিনেমাটি। চিত্রনায়ক-প্রযোজক অনন্ত জলিল ও বর্ষা অভিনীত ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম পরিচালিত ১০০ কোটি টাকা বাজেটের ‘দিন দ্য ডে’ সিনেমাটি মুক্তির পর নানা কারণে আলোচনায় আছে।

‘দিন দ্য ডে’ সিনেমায় অনন্ত জলিল আন্তর্জাতিক সংস্থার একজন পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছেন। বাংলাদেশ ছাড়াও ইরান, তুরস্ক ও আফগানিস্তানে সিনেমাটির শুটিং হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *