চট্টগ্রাম বিমানবন্দরে ২৪টি স্বর্ণের বারসহ আটক চীনা নাগরিক ফ্যান রংগুইকে সাত বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এ সময় ৫০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরও তিন মাসের জেল দিয়েছেন আদালত।
রোববার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় আদালতের বেঞ্চ সহকারী মনির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের বিচারক ড. বেগম জেবুন্নেছা এ রায় দেন।
আদালত সূত্রে জানা যায়, ২০১৯ সালের ৮ মে দুবাই থেকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আসা বিজি-১৪৮ ফ্লাইটের যাত্রী চীনা নাগরিক ফ্যান রংগুইয়ের কাছ থেকে ২৪টি স্বর্ণের বার জব্দ করে কাস্টমস। এ সময় ব্যাগে করে চার্জার লাইটের ভেতর লুকিয়ে বারগুলো নিয়ে আসছিলেন রংগুই। পরে জব্দ স্বর্ণের তৎকালীন মূল্য নির্ধারণ করা হয়েছিল ১ কোটি ২০ লাখ টাকা।
এদিকে রংগুইকে আটকের পর পতেঙ্গা থানায় কাস্টমসের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়েছিল পুলিশ। পরে চার মাস পর তাকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। অন্যদিকে ২০২১ সালের ৮ ফেব্রুয়ারি রংগুইয়ের বিচার শুরু হয়। তবে আজ দুপুরে এ রায় দেন আদালত।
এ বিষয়ে বেঞ্চ সহকারী মনির হোসেন বলেন, ২০২১ সালে বিচার শুরুর পর এই মামলায় ৯ জনের সাক্ষ্যগ্রহণ শেষে রায় ঘোষণা করেছে আদালত। রায় ঘোষণার সময় আসামি রংগুই আদালতে উপস্থিত ছিলেন।