গরুচোর ধরতে গিয়ে ধস্তাধস্তিতে ৪ পুলিশ আহত

কুমিল্লায় মিনি কাভার্ডভ্যানে করে চোরাই গরু পাচারকালে চক্রের পাঁচ সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় চোরচক্রের সঙ্গে ধস্তাধস্তিতে চান্দিনা থানার চার পুলিশ সদস্য আহত হন।

এ সময় দুই বাছুরসহ দুটি উন্নত জাতের গাভী, চোরাই কাজে ব্যবহৃত একটি মিনি কাভার্ডভ্যান জব্দ করে পুলিশ।

রোববার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলার মহিচাইল ইউনিয়নের জামিরাপাড়া এলাকা থেকে ধাওয়া করে দেবীদ্বার উপজেলার ভানী ইউনিয়নের পাঁচরঙ্গি গ্রাম থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন— কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার পূর্ব কুনপাড়া গ্রামের মো. লতিফ মিয়ার ছেলে মো. জহির (৪০), চান্দিনার তীরচর গ্রামের মৃত আব্দুল আউয়ালের ছেলে নজরুল ইসলাম (৪৭), হোসেনপুর গ্রামের দুলাল মিয়ার ছেলে শাহ আলম (৪২), পরচঙ্গা গ্রামের মৃত আব্দুল রবের ছেলে কাউছার (৪০), দাউদকান্দি উপজেলার আউটবাগ নগরপাড়া গ্রামের মৃত জলিল সরকারের ছেলে জামাল (৩৭)।

আহত চার পুলিশ সদস্য হলেন— চান্দিনা থানার এসআই সৈকত দাশগুপ্ত, এএসআই রিয়াজুল ইসলাম, এএসআই মো. আব্দুল্লাহ, কনস্টেবল শামীম।

চান্দিনা থানার ওসি মো. সাহাবুদ্দীন খান জানান, প্রাথমিকভাবে আমরা তাদের চোরচক্রের সদস্য ধারণা করলেও পরে তাদের তথ্য যাচাই করে জানতে পারি তারা আন্তঃজেলা ডাকাতচক্রের সদস্য। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে।

চার পুলিশ সদস্য আহতের বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, ডাকাতচক্রের সঙ্গে ধস্তাধস্তিতে আমাদের চার সদস্য আহত হয়েছেন। তাদের চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *