মাদারীপুরের শিবচরে আগুন লেগে আট দোকান পুড়ে গেছে। রোববার (১৬ অক্টোবর) ভোর রাতে উপজেলার মাদবরেরচর হাটে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিরাজ হোসেন।
স্থানীয়রা জানান, রোববার ভোর রাতে একটি চায়ের দোকানের চুলা থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তেই সেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এ সময় হাটের সুমন বেপারীর ইলেকট্রনিক দোকান, বাবুল মাদবরের মুদি দোকান, তাজেল মাদবর ও আনোয়ার ফকিরের ভুসি মালের দোকান, বাবুল মোল্ল্যা, আবদুর রহমান খান ও মিজান ফকির চায়ের দোকান, আলামীনের সেলুনের দোকান পুরোপুরি পুড়ে ছাই হয়ে যায়। পরে মসজিদের মাইকে এবং ৯৯৯-এ কল করে বিষয়টি জানালে, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা এসে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে ভুক্তভোগী সুমন বেপারী বলেন, ‘রাতে কিভাবে আগুন লেগেছে আমরা জানি না। তবে আগুনে আমার দোকান পুরোপুরি পুড়ে গেছে। এতে আমার দোকানের প্রায় ২২ লাখ টাকার ক্ষতি হয়েছে।’
শিবচর ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ তরুনুর রহমান বলেন, ‘ভোর রাতে মাদবরেরচর হাট থেকে অগ্নিকা-ের খবর পাই। পরে ঘটনাস্থলে আমাদের ফায়ার সার্ভিসের টিম ২ ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় আগুন লেগে বাজারের আটটি দোকান পুড়ে গেছে।’
ওসি মিরাজ হোসেন জানান, চায়ের দোকান থেকে আগুন লেগে পরে গ্যাস সিলিন্ডার ব্লাস্ট হয়ে পুরো আগুনে ছড়িয়ে পড়ে।