বগুড়ায় অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে তিন নারীসহ ছয়জনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১৮ অক্টোবর) বিকেলে শহরের মাটিডালী এলাকার দুটি আবাসিক হোটেল থেকে তাদের আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার উপপরিদর্শক (এসআই) আবদুর রহিম।
তিনি জানান, বগুড়া শহরের দুটি আবাসিক হোটেলে অভিযান চালানো হয়। এ সময় অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকায় তিন নারীসহ মোট ছয়জনকে আটক করা হয়েছে।