নবম-দশম শ্রেণির শিক্ষার্থীদের পড়াশোনা

প্রভাষক, সেন্ট যোসেফ উচ্চমাধ্যমিক বিদ্যালয়, মোহাম্মদপুর, ঢাকা

নৈর্ব্যক্তিক প্রস্তুতি

১. ‘রাজপুত’ কোন শব্দের উদাহরণ?

√ক. যোগরূঢ় শব্দ খ. মৌলিক শব্দ

গ. রূঢ়ি শব্দ ঘ. যৌগিক শব্দ

২. কোনটি ‘আদর’ অর্থে তদ্ধিত প্রত্যয় ব্যবহার হয়েছে?

ক. ঢাক+আই=ঢাকাই √খ. কানু+আই=কানাই

গ. বাহাদুর+ই=বাহাদুরি ঘ. লাজ+উক=লাজুক

৩. সমধাতুজ কর্মপদ অকর্মক ক্রিয়াকে কোন ক্রিয়ায় রূপান্তরিত করে?

ক. সমাপিকা ক্রিয়ায় খ. দ্বিকর্মক ক্রিয়ায়

√গ. সকর্মক ক্রিয়ায় ঘ. অসমাপিকা ক্রিয়ায়

৪. কোনটি ভাববাচক বিশেষ্য?

ক. মাইকেল খ. লন্ডন গ. তারল্য √ঘ. দর্শন

৫. সন্ধ্যা অবধি অপেক্ষ করব- অনুসর্গটি কোন অর্থে ব্যবহৃত?

ক. সাথে খ. নিমিত্তে গ. নিকট √ঘ. পর্যন্ত

২২. তা, পাটি প্রভৃতি কী অর্থে যুক্ত হয়?

ক. নিরর্থকভাবে খ. অনির্দিষ্টতা জ্ঞাপনে

√গ. নির্দিষ্টতা জ্ঞাপনে ঘ. দ্ব্যর্থকতা জ্ঞাপনে

৬. বাবাকে বড্ড ভয় পাই – নিম্নরেখ শব্দটির কারক ও বিভক্তি কোনটি?

ক. কর্মে ২য়া √খ. অপাদানে ২য়া

গ. কর্মে চতুর্থী ঘ. অপাদানে ৫মী

৭. ‘কানে কানে যে কথা= কানাকানি’- এ উদাহরণ কোন সমাসের?

√ক. ব্যতিহার বহুব্রীহি খ. অলুক বহুব্রীহি

গ. অব্যয়ীভাব ঘ. সপ্তমী তৎপুরুষ

৮. ‘বিজ্ঞান’ শব্দে ‘বি’ উপসর্গ কী অর্থে ব্যবহৃত হয়েছে?

√ক. বিশেষ খ. অভাব

গ. গতি ঘ. সাধারণ

৯. ‘দোলনা’-এর প্রকৃতি-প্রত্যয় কোনটি?

ক. দোল্ + না √খ. দুল্ + অনা

গ. দিল্ + না ঘ. দীল্ + অনা

১০. ‘ধাতুর গণ’ নির্ণয় করতে কয়টি বিষয়ের প্রতি লক্ষ রাখতে হয়?

ক. ৪টি খ. ৩টি √গ. ২টি ঘ. ৫টি

১১. “আমার হৃদয় মন্দিরে আশার বীজ উপ্ত হইল।”- বাক্যটিতে কোন দোষ আছে?

ক. বাগ্ধারার খ. গুরুচণ্ডালী

গ. বাহুল্য √ঘ. উপমার ভুল প্রয়োগ

১২. অর্থসংগতি রক্ষার জন্য পরোক্ষ উক্তিতে কিসের পরিবর্তন করতে হয়?

ক. কালের খ. সর্বনাম পদের

গ. অর্থের √ঘ. ক্রিয়া

১৩. প্রশ্নবোধক, অনুজ্ঞাসূচক ও আবেগসূচক প্রত্যক্ষ উক্তিতে পরোক্ষ উক্তিতে পরিবর্তন করতে হলে প্রধান খণ্ডবাক্যের ক্রিয়াকে কী অনুসারে পরিবর্তন করতে হয়?

ক. অর্থ অনুসারে খ. বাচ্য অনুসারে

√গ. ভাব অনুসারে ঘ. উক্তি অনুসারে

ভূগোল ও পরিবেশ

দেওয়ান সামছুর রহমান

সিনিয়র শিক্ষক, গোয়ালপাড়া হাইস্কুল, সোনারগাঁ

বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা ও বাণিজ্য

১। বাংলাদেশের যাতায়াত ব্যবস্থা কয় ধরনের?

ক) ২ খ) ৩ গ) ৪ ঘ) ৫

২। বাংলাদেশের কোন জেলায় রেলপথ নেই?

ক) টাঙ্গাইল খ) মাদারীপুর

গ) হবিগঞ্জ ঘ) ভৈরববাজার

৩। বাংলাদেশের অভ্যন্তরীণ নাব্য জলপথের পরিমাণ কত কিলোমিটার?

ক) ৮,৪০০ খ) ৫,৪০০ গ) ৩,৫৭০ ঘ) ৩,০০০

৪। জাতীয় মহাসড়কের পরিমাণ ৩,৫৩৮ কিলোমিটার ছিল কত সালে?

ক) ২০১০ খ) ২০১১

গ) ২০১২ ঘ) ২০১৩

৫। বাংলাদেশের কোন অঞ্চলে রেলপথ কম?

ক) পূর্ব খ) পশ্চিম গ) দক্ষিণ ঘ) উত্তর

৬। জলপথ কয় ধরনের?

ক) ২ খ) ৩ গ) ৪ ঘ) ৫

৭। কোথায় সড়কপথ তুলনামূলক অনেক কম?

ক) বরিশালে খ) পার্বত্য চট্টগ্রামে

গ) খুলনায় ঘ) ঢাকায়

৮। ২০১১ সালের হিসাব অনুযায়ী বাংলাদেশের মোট সড়কপথের পরিমাণ কত?

ক) ২১,০৪০ খ) ১৮,১২৮

গ) ১৫,৯০৫ ঘ) ১৪,৮৬৪

৯। বাংলাদেশের যেসব জেলায় রেলপথ নাই-

i. বান্দরবান ii. কক্সবাজার iii. মেহেরপুর

নিচের কোনটি সঠিক

ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii

১০। বাংলাদেশের আমদানির ক্ষেত্রে কোন দেশ শীর্ষে?

ক) ভারত খ) আমেরিকা গ) চীন ঘ) জাপান

১১। বাংলাদেশের শিল্পজাত রপ্তানি পণ্য-

i. তৈরি পোশাক ii. নিটওয়্যার iii. কাঁচা পাট

নিচের কোনটি সঠিক

ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii

১২। বর্তমানে বাংলাদেশে মোট কতটি ফেরিঘাট রয়েছে?

ক) ২৫টি খ) ২৯টি

গ) ৩৪টি ঘ) ৪৫টি

১৩। বাংলাদেশের প্রধান প্রধান নদীবন্দর-

i. ঢাকা ii. নারায়ণগঞ্জ iii. চাঁদপুর

নিচের কোনটি সঠিক

ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii

১৪। চট্টগ্রাম বন্দর দিয়ে দেশের মোট আমদানির কত ভাগ বাণিজ্য সম্পন্ন হয়?

ক) ৯০ খ) ৮৫ গ) ৮০ ঘ) ৭৫

উত্তর : ১খ, ২খ, ৩ক, ৪ঘ, ৫গ, ৬ক, ৭খ ৮ক, ৯ঘ, ১০গ, ১১ক, ১২গ, ১৩ঘ ১৪খ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *