বলিউডের আলোচিত তরুণ অভিনেত্রী সারা আলী খান। ক্যারিয়ারের শুরুতেই ‘কেদারনাথ’ ও ‘সিম্বা’ ছবিতে অভিনয় দক্ষতা ও সৌন্দর্য প্রদর্শনের মাধ্যমে দর্শকদের মনে গেঁথে গেছেন সারা।
এদিকে প্রায় দুই বছর আগে ‘দ্য ইমমর্টাল অশ্বাথামা’ নামে একটি ছবিতে ভিকি কৌশলের সঙ্গে জুটি বেঁধে কাজের কথা ঘোষণা দিয়েছিলেন। শেষে করোনার জন্য কাজটি হয়নি তখন। তবে করোনার পরও কিছু বিষয়ের জন্য কাজটি আর করা হয়নি প্রযোজক রনি স্ক্রুওয়ালের।
এবার জানা গেল ‘দ্য ইমমর্টাল অশ্বাথামা’ নামের সিনেমাটি নির্মিত হতে যাচ্ছে যা থেকে বাদ পড়ে গেলেন সারা। সূত্রে জানা যায়, নতুন করে সিনেমাটির চিত্রনাট্যে অনেক পরিবর্তন করা হয়েছে। আগের চিত্রনাট্যে একজন তরুণী মেয়ের চরিত্র ছিলো যেখানে অভিনয় করার কথা ছিল সারা আলী খানের। নতুন করে চরিত্রে পরিবর্তন আনার কারণে সে সিনেমা থেকে বাদ পরলেন সারা। সিনেমার চরিত্র অনুযায়ী ভিকির বিপরীতে সারা আলীর থেকে একটু বেশি বয়সের নায়িকা নেওয়া হবে।
এ বিষয়ে আরও জানা যায় সিনেমার জন্য এখনও কোনো নায়িকাকে নির্বাচন করা হয়নি। এদিকে সিনেমার জন্য প্রি-প্রোডাকশনের কাজ শুরু হয়ে গেছে। প্রি-প্রোডাকশনের জন্য নির্মাতারা ৮ থেকে ১০ মাস ব্যয় করবেন বলে জানা যায়।