চাঁদপুর বড়স্টেশন পাইকারি মাছ বাজারে পুরনো ও পচা ইলিশ বেচাকেনার অভিযোগ করেছেন ক্রেতারা। তবে অভিযোগ নাকচ করে দিয়েছে ইলিশ ব্যবসায়ীরা। তাদের দাবি, বরফ সংকটের কারণে কিছু মাছ সংরক্ষণে হয়তো সমস্যা হয়েছে। তা নিয়ে এতো আলোচনার কিছু নেই।
সোমবার (৩১ অক্টোবর) চাঁদপুর বড়স্টেশন পাইকারি মাছ বাজারে ইলিশের সরবরাহ ছিল উল্লেখ করার মতো। তবে দক্ষিণের সাগর ও উপকূল থেকে আসা ইলিশের বেশ কিছু চালান ছিল পুরনো এবং দেখতে পচা। এ নিয়ে বাজারে আসা ক্রেতারা অভিযোগ তোলেন।
ক্রেতাদের অভিযোগ হচ্ছে, এ সব ইলিশ ২২ দিনের নিষেধাজ্ঞার সময় সুযোগ বুঝে জেলেরা শিকার করেছে। পরে তা সংরক্ষণ করে রাখে। তবে গত তিন দিন আগে সেই নিষেধাজ্ঞা উঠে যাবার পর তা বাজারে বিক্রির জন্য নিয়ে আসা হয়।
এদিকে, বেশ কয়েকজন মাছ ব্যবসায়ী এসব ইলিশের পেট থেকে ডিম বের করে তা লবণ দিয়ে সংরক্ষণ করতে দেখা গেছে।
আরও পড়ুন: <iframe width=”560″ height=”315″ src=”https://www.youtube.com/embed/aC18hlDa-JE” title=”YouTube video player” frameborder=”0″ allow=”accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture” allowfullscreen></iframe>
এ বিষয় চাঁদপুর মৎস্য ব্যবসায়ী বনিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ শবেবরাত জানান, বরফ সংকটের কারণে হয়তো কিছু মাছ নরম হয়ে গেছে। তা দ্রুত লবণ দিয়ে সংরক্ষণ করার ব্যবস্থা করা হচ্ছে। যাতে সেগুলো নোনা ইলিশ হিসেবে বিক্রয় করা যেতে পারে। এতে ক্রেতারা প্রতারিত হওয়ার সুযোগ নেই। তাছাড়া এই বাজারে পচা কিংবা মানহীন ইলিশ বিক্রয় কিংবা অন্যত্র সরবরাহ করারও কোনো সুযোগ নেই।
এদিকে গত কয়েকদিন চাঁদপুর বড়স্টেশন এলাকায় বিদ্যুতের অব্যাহত লোডশেডিং হতে দেখা গেছে। যে কারণে মাছ বাজার ও তার আশপাশের বরফ কলগুলোতে বরফ উৎপাদন ব্যাহত হয়।