গাঢ় নীল আকাশ, দক্ষিণ থেকে উত্তরে শিমুলের তুলার মতো ভেসে চলা সাদা মেঘের ভেলা। নাম না-জানা নানান জাতের ফুলের গন্ধে মৌ মৌ করা বাতাস, এ দৃশ্য শুধু এক ঋতুতেই চোখে পড়ে। সে হলো শরৎ। ইউরোপে শুরু হয়েছে শুভ্রতার শরৎকাল।

এ সময় গাছ থেকে পাতা ঝরে গিয়ে ভিন্ন এক রূপে সাজে প্রকৃতি। এতে প্রকৃতি কিছুটা মলিন আর বিবর্ণ হলেও এর সৌন্দর্যে মুগ্ধ কবি, সাহিত্যিক ও প্রকৃতিপ্রেমীরা।
এই ঋতু প্রকৃতিকে অপরূপ রূপে সাজিয়ে তোলে। যার আবেশে অতি সাধারণ মানুষও ভাবাবেগে আপ্লুত হয়। মনে নতুন প্রেরণা সঞ্চার করে।
ঝরাপাতার ভিন্ন এক রূপেই এখন ফ্রান্সে সেজেছে প্রকৃতি। প্রকৃতি, মাটি কিংবা বাতাসে একধরনের বিষণ্নতা ভর করলেও শরতের সৌন্দর্য কবিদের চোখে ভিন্নভাবেই ফুটে ওঠে।