শাকিবপুত্র শেহজাদের প্রিয় পোশাক কী, জানালেন বুবলী

ছেলে শেহজাদ খান বীরকে নিয়ে ব্যস্ত সময় পার করছেন অভিনেত্রী বুবলী। ছেলের নিত্য নতুন ছবি পোস্ট করছেন সোশ্যাল মিডিয়ায়।

শুক্রবার শেহজাদের মা বুবলী ছেলের পাঞ্জাবি পরা দুটি ছবি পোস্ট করেন। ছবির ক্যাপশনে নায়িকা লেখেন, ‘জুম্মা মুবারাক বাবাই’। সে (শেহজাদ খান বীর) সব সময় পাঞ্জাবি পরতে ভালোবাসে। সেটা কাবলি পাঞ্জাবি।

শেহজাদের পাঞ্জাবি পরা ছবি দেখে বুবলির ভক্ত-অনুরাগীরা বেশ প্রশংসা করছেন। অনেকেই শেহজাদের জন্য দোয়া করেছেন।

জনপ্রিয় চিত্রনায়িকা বুবলীকে নিয়ে তার ক্যারিয়ারের শুরু থেকেই গণমাধ্যমসহ বিভিন্ন প্রচার মাধ্যমে নানা রকম আলোচনা ও সমালোচনা চলছে। এমনকি শাকিব খান ও অপু বিশ্বাসের সংসার ভাঙনের জন্য এ নায়িকাকে দায়ী করেন অনেকে।

এরমধ্যে জানা যায় বুবলীকে শাকিব বিয়ে করেছেন। তাদের বিবাহিত জীবনের বয়স চার বছর। এর মধ্যে তারা সন্তানের বাবা-মা হয়েছেন। শেহজাদ খান বীর নামে সেই সন্তানের বয়সও তিন বছরের কাছাকাছি। কিন্তু অপুর মতো বুবলীর সঙ্গেও সংসার পাততে নারাজ শাকিব। বিভিন্ন সময় আকারে ইঙ্গিতে সেটা গণমাধ্যমে প্রকাশও করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *