পতাকা- আশিকুর রহমান স্বাধীন

পতাকা
আশিকুর রহমান স্বাধীন

প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে
প্রশান্ত আকাশের ঐ লাল সূর্যটা
আর বাংলা মায়ের
সবুজ শাড়ির আঁচলটা দেখতে পাই।
লাল সূর্যটা দেখলে মনে পড়ে
৫২ থেকে ৭১ এর চাপ চাপ রক্তের ইতিহাস
তাই বাংলা মায়ের শাড়ির আঁচলটার উপর
ঐ লাল সূর্যটা দেখলে মনে পড়ে
আমাদের জাতীয় পতাকা
তাই প্রতিদিন সকালে উঠে
ওদের দিকে চেয়ে থাকি।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *