বলিউডের ‘পাঠান’ সিনেমার একটি গানে পোশাক বিতর্ক দেখা দিয়েছে। প্রথম থেকে এ সিনেমার নাম, গান, আবার কখনও অভিনেত্রীর পোশাক কিংবা সেই পোশাকের রঙ নিয়েও বিতর্ক দেখা গেছে।
সাম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে ‘পাঠান’ বয়কটের ডাক। এ বিতর্কের মাঝে বিকিনিতে দেখে মুগ্ধ তৃণমূল কংগ্রেসের এমপি ও অভিনেত্রী নুসরাত জাহান। এই বিষয়ে মুখ খুললেন তিনি।
এনডিটিভির এক সাক্ষাৎকারে নুসরাত বলেন, বেশরম গানে দীপিকা আমাকে মুগ্ধ করেছে। অসাধারণ লাগছে তাকে। এসব বিতর্ক না করে, ছবিটা কেমন হবে, তা নিয়ে আলোচনা হওয়া উচিত।
বিজেপি প্রসঙ্গে নুসরাত বলেন, এই দলের সব কিছুতেই সমস্যা। কী খাব, কী পরব। হিজাব নিয়েও এদের সমস্যা রয়েছে, বিকিনি নিয়েও এদের সমস্যা রয়েছে। দেশের মহিলারা কী পরবে, তা বলে দেওয়ার দায়িত্ব এদের কে দিয়েছে?
এর আগে ‘পাঠান’ ছবির গান ও কিছু দৃশ্য নিয়ে আপত্তি তোলেন মধ্যপ্রদেশের বিজেপি নেতা নরোত্তম মিশ্র। টুইট করে তিনি জানিয়েছেন, পাঠান ছবির কিছু দৃশ্য অশোভন। এই দৃশ্যগুলো বাতিল না করলে মধ্যপ্রদেশে এ ছবিকে মুক্তি দেওয়া যাবে না।