শ্রীনগর প্রতিনিধি: মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বাঘড়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের পূর্ব বাঘড়া এলাকায় ভুট্টু ও রমজানের বিরুদ্ধে জোরপূর্বক জমি দখলের অভিযোগ উঠেছে। যুবলীগ নেতা শাহীন হত্যা মামলার আসামি নুরুল হক ভুট্টু, রমজান আমিন ও সোনামণি এরা তার বৃদ্ধা চাচা-চাচীর ও তার ছোট চাচী নিজের ছোট ভাই জাহিদুলের জমিসহ বিভিন্ন মানুষের জমির দখল করেছেন। অভিযোগযুক্ত ব্যক্তিরা জমি জোর করে মাটি ভরাট করেছে, তাদেরকে বাধা দিলে প্রাণে মারার হুমকি দেয়। তার চাচার ছোট ছেলে এমারতকে বলা হয় এখান থেকে সরে যাও নাহলে ভালো হবে না। এরপর এমারত হোসেন বাধ্য হয়ে সকাল ৯ ঘটিকায় থানায় গিয়ে একটি অভিযোগ দায়ের করেন। এরপর অভিযুক্ত ব্যক্তিরা এমারতের বিরুদ্ধে সন্ধ্যায় চাঁদাবাজি মামলার অভিযোগ করে তাকে বলা হয় এবং এখান থেকে সরে যাও না হলে দশটা মামলা ও মেরে ফেলবো কিছুই করতে পারবে না।
থানায় অভিযোগকারী এমরাত জানান- রমজান ভুট্ট গং মিলে আমার নামে মিথ্যা মামলা দায়ের করার হুমকি দিচ্ছে আর অনলাইনে মিথ্যা নিউজ প্রচার করে মানুষের মাঝে অপপ্রচার চালাচ্ছে। তাই আমি তার ছোটভাই থানায় গিয়ে অভিযোগ করেছি। আশা করি প্রসাশন তদন্ত সাপেক্ষে রমজান, ভুট্টদের এই অবৈধ্য দখলের বিরুদ্ধে ব্যবস্থা নিবেন।