আর্জেন্টাইন সমর্থক চলচ্চিত্র প্রযোজক ফারুক হোসেন মজুমদারের ব্যতিক্রমী উদ্যোগ
স্টাফ রিপোর্টার: কাতার বিশ্বকাপ ফুটবলের শিরোপার লড়াইয়ে আজ রোববার (১৮ ডিসেম্বর) মাঠে নামবে ফ্রান্স ও আর্জেন্টিনা। সেই আনন্দে আর্জেন্টাইন সমর্থক মজুমদার ফিল্মস এর প্রোপ্রাইটর চলচ্চিত্র প্রযোজক ফারুক হোসেন মজুমদারের ব্যতিক্রমী উদ্যোগ। আজ রোববার সকালে ঘোষণা দেন তার প্রথম প্রযোজিত সিনেমা “ভালোবাসি তোমায়” এরেঞ্জমেন্ট স্যুটিং একই দলের সমর্থকদের গরু জবাই দিয়ে খাওয়াবেন। আর এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন চলচ্চিত্রের বোদ্ধারা
উল্লেখ্য, ড. মাহফুজুর রহমানের মূল পরিকল্পনায়, আবু হোসেন মজুমদারের কাহিনী, আনোয়ার শিকদার পরিচালিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র “ভালোবাসি তোমায়”। এই ছবিতে অভিনয় করেছেন চিত্রনায়ক কায়েস আরজু, চিত্রনায়িকা শিরিন শিলা, ইরা শিকদার, অন্তর, বড়দা মিঠু, রেবেকা রউফ, নাদের চৌধুরী, অঞ্জলি রায়, শফিক খান দিলু, সাহেলা আক্তার, ফাইয়াজ আহমেদ ববি, জ্যাকি আলমগীর, সরল হাসমত, সাথী ইসলাম, সাইফুল, বরিশাল্লা বাদল, সাথী মনি ও শহিদুল আলম সাচ্চু প্রমুখ।
সহযোগী পরিচালকঃ এস আর বাদল, প্রধান সহকারী পরিচালকঃ অঘোর পাল, সহকারী পরিচালকিঃ ফরিদুল আলম ফরিদ, মোঃ মনির। সম্পাদনাঃ এ রহি্ম, ক্যামেরাঃ মনিরুজ্জামান মনির, নৃত্যঃ সাইফুল, এ কে আজাদ, রফিকুল ইসলাম রনি, মাইকেল বাবু। ফাইটঃ যুগান্তর চাকমা (চাইনিজ), মেকাপঃ কাজী সেলিম, পোষাকঃ শমসের আলী, স্থিরচিত্রঃ নান্টু সরকার, ম্যানেজারঃ বাবু, খাবর সরবারহঃ হারুনুর রশীদ।
গানগুলিতে কন্ঠ দিয়েছেন- বেলাল খান, সায়রা রেজা, কাজী শুভ, পড়শী, মিতা মল্লিক, এস এ মুন্না, আতিয়া আনিসা, এস কে সাগর শান, মাসুদ টুটুল এবং আটেম সং তানজিনা রুমা। সংগীত পরিচালক: টিটন মামা ও এস কে সাগর শান। আবহ সংগীত: এ আর বাবলু, প্রযোজনায় : মজুমদার ফিল্মস, নির্বাহী প্রযোজক: ফরহাদ হোসেন মজুমদার, পরিবেশনা : জাজ মাল্টিমিডিয়া, নিবেদক: ধারা মিডিয়া, মিডিয়া পার্টনার : এটিএন বাংলা।