অপূর্বর স্ত্রী হচ্ছেন কেয়া পায়েল!

অনেক দিন হলো ছোট পর্দায় দেখা নেই অভিনেতা অপূর্বর। সেই খরা এবার কাটতে চলেছে। এখনকার সময়ে ছোট পর্দার জনপ্রিয় মুখ কেয়া পায়েলের স্বামী হয়ে পর্দায় দেখা যাবে অপূর্বকে।
অপূর্বর স্ত্রী হচ্ছেন কেয়া পায়েল!

টিভি নাটকের ব্যস্ততম তারকা জিয়াউল ফারুক অপূর্ব। তবে সাম্প্রতিক সময়ে তিনি ঝুঁকছেন ওটিটি প্ল্যাটফর্মের দিকে। হাতে রয়েছে একাধিক ওয়েব-প্রজেক্ট। ফলে নাটকের অপূর্বকে দর্শক কিছুটা মিস করছেন বটে। এবার সেই খরা কাটতে চলেছে বলা যায়। ভ্যালেন্টাইন উপলক্ষে বেশ কয়েকটি নাটকে কাজ করেছেন অপূর্ব। আসন্ন ভালোবাসা দিবসে অবশ্য অপূর্বর নাটকের ভাটা কেটে যাবে। এর মধ্যে একটি হলো ‘ঈর্ষা’। ১৪ ফেব্রুয়ারি সামনে রেখে এটি উন্মুক্ত হবে একটি ইউটিউব চ্যানেলে।

মেজবাহউদ্দীন সুমনের রচনায় নাটকটি পরিচালনা করেছেন সৈয়দ শাকিল। এতে অপূর্বর সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন কেয়া পায়েল। নির্মাতা সৈয়দ শাকিল জানান, তুর্জ ও রাত্রি নামের এক নবদম্পতির গল্পে এগিয়েছে ‘ঈর্ষা’। এতে বিচ্ছেদের বিষণ্ন সুর যেমন আছে, তেমনি আছে ভালোবাসার মিষ্টতা। গল্পের তুর্জ ও রাত্রির ভূমিকায় থাকছেন যথাক্রমে অপূর্ব ও পায়েল।
এদিকে ভালোবাসা দিবস উপলক্ষে অপূর্বর আরও কয়েকটি নাটক প্রচার হবে। এর মধ্যে রয়েছে তৌফিকুল ইসলাম পরিচালিত ‘ফিরে এসো সুরঞ্জনা’, বি ইউ শুভর নির্মাণে ‘বেঁচে থাকুক ভালোবাসা’, রুবেল হাসানের ‘ওভার স্মার্ট’ ইত্যাদি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *