রাজধানীসহ সারা দেশে দিনে কিছুটা গরম এবং রাতে শীতের অনুভূতি হচ্ছে। আবহাওয়া অফিস বলছে, এভাবেই ধীরে ধীরে দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কমে আসবে এবং চলতি মাসের শেষের দিক থেকেই গরম হাওয়া বইতে শুরু করবে।
আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মোহাম্মদ হামিদ সময় সংবাদকে বলেন, ফেব্রুয়ারি মাসজুড়ে দিন ও রাতের তাপমাত্রার এমন ওঠা-নামা চলতে থাকবে। তবে এই তাপমাত্রার ওঠা-নামা ১-২ ডিগ্রির বেশি হবে না।
তিনি বলেন, এভাবে ধীরে ধীরে তাপমাত্রার হ্রাস-বৃদ্ধির পার্থক্যও কমে আসবে এবং শীত বিদায় নেবে।
তার মতে, বর্তমানে দিনের দৈর্ঘ্য কিছুটা বেড়েছে। তাই পর্যাপ্ত সূর্যালোকের কারণে দিনে তাপমাত্রাও বাড়ছে। অন্যদিকে, উত্তরের হাওয়াও ধীরে ধীরে দিক পরিবর্তন করছে। ফলে শীতের অনুভূতি কম হচ্ছে।
এদিকে শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও এর আশেপাশের এলাকায় অবস্থান করছে। এছাড়া মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
এমন পরিস্থিতিতে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। পাশাপাশি মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যান্য এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
একই সঙ্গে সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
এ ছাড়া সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, এ সময় রাত এবং দিনের তাপমাত্রা হ্রাস পেতে পারে।
এদিন সকাল ৯টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় ১১.৮ ডিগ্রি সেলসিয়াস। এর আগে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল সাতক্ষীরায় ৩১ ডিগ্রি সেলসিয়াস।
শুক্রবার ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ৫০ মিনিটে এবং শনিবার (১১ ফেব্রুয়ারি) সূর্যোদয় ভোর ৬টা ৩৫ মিনিটে।